গোবিন্দপুর বুথে বিজেপির পথসভাসুতাহাটা পঞ্চায়েত সমিতির অন্তর্গত চৈতন্য পুর গ্রাম পঞ্চায়েত গোবিন্দ পুর বুথ এলাকায় বিজেপি উদ্যোগে পথ সভা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন গ্রাম পঞ্চায়েত প্রাথী২৮ও ২৯ বুথের সৌরভ আচার্য্য ও তাসীর বেরা, …
গোবিন্দপুর বুথে বিজেপির পথসভা
সুতাহাটা পঞ্চায়েত সমিতির অন্তর্গত চৈতন্য পুর গ্রাম পঞ্চায়েত গোবিন্দ পুর বুথ এলাকায় বিজেপি উদ্যোগে পথ সভা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন গ্রাম পঞ্চায়েত প্রাথী২৮ও ২৯ বুথের সৌরভ আচার্য্য ও তাসীর বেরা, পঞ্চায়েত সমিতির প্রাথী অরুন কুমার মাইতি এবং জেলা পরিষদের প্রার্থী মেঘারানী ভৌমিক (পাড়ুই)। জাতীয় দলের খেলোয়াড় টিন্কু মণ্ডল।
সমস্ত বক্তব্য রাখতে গিয়ে বললেন স্থানীয় প্রাথীদের কে ফোনে হুমকি দেওয়ার অভিযোগ করেন।
No comments