Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

২টি নতুন কোর্স চালু হচ্ছে হলদিয়া হেলথ সায়েন্স কলেজে

২টি নতুন কোর্স চালু হচ্ছে হলদিয়া হেলথ সায়েন্স কলেজে
 রাজ্য স্বাস্থ্য শিক্ষা দপ্তরের অনুমতিক্রমে আসন্ন শিক্ষাবর্ষ থেকে (২০২৩-২৪) পশ্চিমবঙ্গ স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ের অধীনে হলদিয়া ইন্সটিটিউট হেলথ সায়েন্স কলেজের রাজ্যের প্রথম চা…

 




২টি নতুন কোর্স চালু হচ্ছে হলদিয়া হেলথ সায়েন্স কলেজে


 রাজ্য স্বাস্থ্য শিক্ষা দপ্তরের অনুমতিক্রমে আসন্ন শিক্ষাবর্ষ থেকে (২০২৩-২৪) পশ্চিমবঙ্গ স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ের অধীনে হলদিয়া ইন্সটিটিউট হেলথ সায়েন্স কলেজের রাজ্যের প্রথম চালু হতে চলেছে দুটি নতুন কোর্স। স্নাতক স্তরে বিএসসি ইন রেডিওলজি এ্যান্ড ইমেজিং টেকনোলজি এবং স্নাতকোত্তর স্তরে এমএসসি ইন ল্যাবরেটরি টেকনোলজি ইমিউনো হিমাটোলজি এ্যান্ড ব্লাড ব্যাংন্কি। এই কোর্স দুটি চালু করার ছাড়পত্র ইতিমধ্যেই পাওয়া গিয়েছে বলে জানান কলেজের ভাইস চেয়ারম্যান স্পর্শিতা পণ্ডাশেঠ এবং অধ্যক্ষ পিকাশপ্রতিম মাইতি তারা বলেন, 'রাজ্যে একদিন ডায়াগনস্টিক রেডিওগ্রাফির ওপর ডিপ্লোমা কোর্স থাকলেও, কোনও স্নাতক স্তরের কোর্স ছিল না। একইরকমভাবে ব্লাড ব্যাঙ্কিং হিমাটোলজির ওপর কোনও স্নাতকোত্তর কোর্সও ছিল না। তাই শিক্ষা দপ্তর এবং পশ্চিমবঙ্গ স্বাস্থ্য

বিশ্ববিদ্যালয়কে এই ব্যাপারে প্রস্তাব দিই। খসড়া সিলেবাসও আমরা বানিয়ে দিই। পরবর্তীতে পশ্চিমবঙ্গ স্বাস্থ্য বিশ্ববিদ্যালয় সিলেবাস কমিটি বানিয়ে এই সিলেবাসগুলি মঞ্জুর করেন।

 পরিকাঠামো সংক্রান্ত পরিদর্শন । দুই পক্ষ থেকেই। তারপর এই ছাড়পত্র। রাজ্যের সহায়ক স্বাস্থ্য শিক্ষা জগতে যুগাস্তকারী পদক্ষেপ। এখন থেকে ভিন রাজ্যে এই সমস্ত কোর্স নিয়ে পড়ার জন্য  আর কাউকে যেতে হবে না। এই ধরনের কোর্সের অপেক্ষায়

আমরা রয়েছি। সেই কোর্সটির নাম বিএসসি ইন সেন্ট্রাল স্টেরিলাইজেশন এন্ড ইনফেকশন কন্ট্রোল টেকনোলজি। সেটিও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। 

প্রসঙ্গত, ২০০৩ সালে দুটি স্নাতক স্তরের কোর্স নিয়ে কলেজটির পথ চলা শুরু। আজ এই কলেজে ডিপ্লোমা, স্নাতক ও স্নাতকোত্তর কোর্স মিলিয়ে সতেরটি কোর্স চলছে। ফিজিওথেরাপি, মেডিক্যাল ল্যাবরেটরি টেকনোলজি, নিউট্রিশন বিষয়গুলিতে স্নাতক ও স্নাতকোত্তর দুই ধরনের কোর্সই পড়ানো হয়। এছাড়া মাষ্টার অফ হসপিটাল এ্যাডমিনিষ্ট্রেশন,

বিএসসি ইন ক্রিটিকাল কেয়ার টেকনোলজি, বিএসসি ইন অপারেশন থিয়েটার টেকনোলজি, বিএসসি ইন ফিজিশিয়ান এ্যাসিস্ট্যান্ট, ডিপ্লোমা ইন রেডিওলজি, ডিপ্লোমা ইন মেডিক্যাল ল্যাবরেটরি টেকনোলজি, ডিপ্লোমা ইন অপারেশন থিয়েটার টেকনোলজি কোর্সগুলিও এখানে পড়ানো হয়।

 ছাত্র ছাত্রীদের জন্য ইন- ক্যাম্পাস হোস্টেল সহ এক কোটি টাকা খরচে সম্প্রতি সাতটি অত্যাধুনিক নিজস্ব ল্যাবরেটরি, নিজস্ব ফিজিওথেরাপি ক্লিনিক চালু হয়েছে।

No comments