২৩ বছরের কলেজ পড়ুয়া এবারের পঞ্চায়েতের প্রার্থী
কলেজ শেষ করেই ২৩ বছরের যুবক এবারের পঞ্চায়েতের প্রার্থী। খাওয়া দাওয়া ফেলে এলাকায় সাইকেলে চড়ে ভোট প্রচার কোলাঘাটের দীপঙ্কর সাউ।
কোলাঘাটের ছাতিন্দা ১০৭ নং বুথে এবারের বিজেপির কনিষ…
২৩ বছরের কলেজ পড়ুয়া এবারের পঞ্চায়েতের প্রার্থী
কলেজ শেষ করেই ২৩ বছরের যুবক এবারের পঞ্চায়েতের প্রার্থী। খাওয়া দাওয়া ফেলে এলাকায় সাইকেলে চড়ে ভোট প্রচার কোলাঘাটের দীপঙ্কর সাউ।
কোলাঘাটের ছাতিন্দা ১০৭ নং বুথে এবারের বিজেপির কনিষ্ঠতম প্রার্থী দীপঙ্কর সাউ। সদ্য গ্র্যাজুয়েশন কমপ্লিট করে মাত্র ২৩বছর বয়সে বিজেপির প্রার্থী হয়ে রাজনীতির লড়াইয়ের ময়দানে পা রেখেছেন তিনি।
তৃণমূল ও সিপিএম এর সাথে বিজেপির প্রার্থী হয়ে লড়াইয়ের ময়দানে প্রতিদ্বন্দ্বিতায় জেলার মধ্যে সর্ব কনিষ্ঠ দীপঙ্কর সাউ।
এদিন বিজেপির এই প্রার্থী বাড়ি বাড়ি ঘুরে প্রচার করলেন তিনি। কাটমানি মুক্ত স্বচ্ছ পঞ্চায়েত গড়ার অঙ্গীকার বদ্ধ হয়েছে দীপঙ্কর। বাড়ি বাড়ি প্রচারে গিয়ে মানুষের ব্যাপক সাড়া পাচ্ছেন তিনি। এমনকি ব্যাপক ভোটে জয়েরও আশাবাদী বিজেপির প্রার্থী দীপঙ্কর সাউ।
No comments