নির্বাচনী প্রচারে গিয়ে পুলিশকে নিয়ে কুকথা সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমনির্বাচনী প্রচারে গিয়ে পুলিশকে নিয়ে কুকথা সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের মুখে। শুক্রবার পশ্চিম মেদিনীপুরের ঘাটাল ও দাসপুরে নির্বাচনী প্রচারে …
নির্বাচনী প্রচারে গিয়ে পুলিশকে নিয়ে কুকথা সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম
নির্বাচনী প্রচারে গিয়ে পুলিশকে নিয়ে কুকথা সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের মুখে। শুক্রবার পশ্চিম মেদিনীপুরের ঘাটাল ও দাসপুরে নির্বাচনী প্রচারে এসেছিলেন সেলিম। বিকেলে দাসপুরের সবুজ সংঘের মাঠে এক জনসভায় তিনি বলেন, “পুলিশের একটি অংশ পুলিশের জায়গায় নেই। অনেক পুলিশকর্মীর প্যান্ট খুললে আন্ডারপ্যান্টে দেখা যাবে তৃণমূলের ছাপ।” যা নিয়ে জেলা তৃণমূল নেতা অজিত মাইতি ক্ষোভ প্রকাশ করে বলেছেন, “সিমিএমের সময়েই পুলিশ দলদাসে পরিণত হয়েছিল।” এদিন রাজ্য ও কেন্দ্র সরকারকে কড়া সমালোচনা করে তিনি বলেন, “তৃণমূল ও বিজেপি সমান। দুই রাজনৌতিক দল বোঝাপড়া করে রাজ্যে ক্ষমতা ধরে রাখতে চাইছে। তাই কেন্দ্রের বিজেপি সরকার রাজ্যের কোনও দুর্নীতিরই তদন্ত শেষ করছে না। যা করছে নাটক করছে।” তিনি নির্বাচন কমিশনেরও কড়া সমালোচনা করে বলেন, “রাজ্য নির্বাচন কমিশনার আদালতের রায় মানতে গড়িমসি করছেন। রাজ্য পুলিশ বা কেন্দ্ৰীয় বাহিনী যে বাহিনী দিয়েই ভোট হোক না কেন আমাদের কিছু যায় আসে না। আমরা চাই মানুষ যেন শান্তিপুর্ণভাবে ভোট নিজে দিতে পারেন। এটা নিশ্চিত করতে হবে নির্বাচন কমিশনকে। আমরা দেখছি কমিশন তার দায়িত্ব পালন করছেন না।
No comments