Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

বাসে ভয়াবহ আগুন

বাসে ভয়াবহ আগুনমহারাষ্ট্রে ভয়াবহ দুর্ঘটনা বিয়ে বাড়ি ফেরত বাসে মধ্যরাতে আগুন লেগে জীবন্ত অগ্নি দগ্ধ হলেন ২৬ জন ঘটনাটি ঘটেছে বুলধানা এলাকার সমৃদ্ধি মহামা মার্গ এক্সপ্রেস এর উপর। জানা যায় ৩৩ জন যাত্রী ওই অভিশপ্ত বাসটিতে ইয়াভাত…

 




বাসে ভয়াবহ আগুন

মহারাষ্ট্রে ভয়াবহ দুর্ঘটনা বিয়ে বাড়ি ফেরত বাসে মধ্যরাতে আগুন লেগে জীবন্ত অগ্নি দগ্ধ হলেন ২৬ জন ঘটনাটি ঘটেছে বুলধানা এলাকার সমৃদ্ধি মহামা মার্গ এক্সপ্রেস এর উপর। জানা যায় ৩৩ জন যাত্রী ওই অভিশপ্ত বাসটিতে ইয়াভাত মাল থেকে পুনের দিকে যাচ্ছিলেন। গভীর রাতে হঠাৎ আগুন লেগে যায়। গভীর রাত হওয়া সকলেই ঘুমিয়ে ছিলেন বলে অনুমান তাই সময় মতো বেরিয়ে আসতে পারেননি।

জানালা ভেঙে কিছু জ্বলন্ত বাসের বাইরে এসে রক্ষা পেয়েছেন প্রাথমিকভাবে মনে করা হচ্ছে টায়ারের বিস্ফোরণের জেরে আগুন লেগেছিল। ঘটনাস্তরে পৌঁছায় দমকল বাহিনী। কিন্তু ততক্ষনে অনেক দেরী হয়ে যায় ঘটনায় গুরুতর যখন ৬-৭ বুলধানা হাসপাতালে চিকিৎসাধীন।

 শোক জ্ঞাপন করেছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ সিন্ধে। মৃতদের পরিবারকে ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন তিনি। আহতদের চিকিৎসার ব্যয়ভার ও বহন করবে রাজ্য সরকার। ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। মৃতদের পরিবার পরিজনকে দু লক্ষ টাকা ক্ষতিপূরণের ঘোষণা করা হয়েছে পি এম ও দপ্তরে।

No comments