আন্তর্জাতিক ক্যারাটে প্রতিযোগিতায় পূর্বের পাঁচ ও হলদিয়ার তিন জন প্রতিযোগীভিডিও দেখতে ক্লিক করুনhttps://youtu.be/67Jfry0stLo
দিল্লির তাল কাটোরা স্টেডিয়াম কাঁপাবে হলদিয়া সহ পূর্ব মেদিনীপুর জেলার পাঁচ প্রতিযোগী তার সাথে হাওড়া ও…
আন্তর্জাতিক ক্যারাটে প্রতিযোগিতায় পূর্বের পাঁচ ও হলদিয়ার তিন জন প্রতিযোগী
ভিডিও দেখতে ক্লিক করুন
https://youtu.be/67Jfry0stLo
দিল্লির তাল কাটোরা স্টেডিয়াম কাঁপাবে হলদিয়া সহ পূর্ব মেদিনীপুর জেলার পাঁচ প্রতিযোগী তার সাথে হাওড়া ও ২৪ পরগনার দুই প্রতিযোগী।
আন্তর্জাতিক ক্যারাটে প্রতিযোগিতায় পূর্ব মেদিনীপুরের প্রতিযোগী অংশগ্রহণ করছেন। ওজাসবর্ধন সিং, সঞ্জু সাহু, মিতালি পাঁজা, অনুকৃতি সিং এবং সঞ্চিতা সামন্ত। ৪ থেকে ৬ আগস্ট দিল্লির তালকাটোরা স্টেডিয়ামে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। নেপাল, ভূটান, বাংলাদেশ, শ্রীলঙ্কা-সহ ১৫টি দেশের ৩০০০ ( তিন হাজার)প্রতিযোগী অংশগ্রহণ করছেন এই প্রতিযোগিতায়। বাংলার ১১ জন প্রতিযোগী প্রতিনিধিত্ব করছেন। তাদের মধ্যে পূর্ব মেদিনীপুর জেলার ৫ জন প্রতিযোগী রয়েছেন। রাজ্য এবং জাতীয় স্তরে তাদের রেকর্ড বেশ ভাল। কেউ কেউ এর আগে আন্তর্জাতিক স্তরের শিরোপাও অর্জন করেছেন। জেলার এই পাঁচ খেলোয়াড়ের মধ্যে হলদিয়ার দুর্গাচকের বাসিন্দা ১০ বছর বয়সী ওজাসবর্ধন সিং সবার ছোট। সে দিল্লির আন্তর্জাতিক ক্যারাটেতে সাব জুনিয়র বিভাগের প্রতিযোগী। ওজাস ইতিমধ্যে পাঁচবার ন্যাশনাল চ্যাম্পিয়ন। আমেরিকায় বিশ্ব ক্যারাটের আসরেও ওজাসের ডাক এসেছে। তার দু'বার আন্তর্জাতিক স্তরে চ্যাম্পিয়নের খেতাব রয়েছে। এবার দিল্লিতে তৃতীয়বার আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিচ্ছে ওজাস। দু'বার আন্তর্জাতিক চ্যাম্পিয়ন, দিল্লির প্রতিযোগিতায় ক্যাডেট বিভাগে অংশগ্রহণ করছে রামনগরের ভেড়িচাউলি গ্রামের সঞ্জু সাহু। জুনিয়র বিভাগে অংশগ্রহণ করছে এই জেলার তমলুক থানার চনশ্বরপুরের বাসিন্দা মিতালি পাঁজা। রাজ্য এবং জাতীয় স্তরে তার খেতাব রয়েছে। সিনিয়র বিভাগে লড়াইয়ে নামছেন দু'বারের জাতীয় চ্যাম্পিয়ন হলদিয়ার দুর্গাচকের অনুকৃতি সিং। দুর্গাচকের অপর প্রতিযোগী সঞ্চিতা সামন্ত চারবার জাতীয় চ্যাম্পিয়ন এবং দু'বার আন্তর্জাতিক চ্যাম্পিয়ন। দিল্লিতে আয়োজিত ক্যারাটের আন্তর্জাতিক প্রতিযোগিতায় তৃতীয়বার অংশগ্রহণ করছেন।
” পূর্ব মেদিনীপুরের ক্যারাটে দলের কোচ নাড়ুগোপাল কামিল্যা জানান, “আমাদের জেলার ছেলেমেয়েরা ক্যারাটেতে যথেষ্ট দক্ষ। আমি আশাবাদী ওরা ভাল কিছু করে দেখাবে।” দিল্লির আন্তর্জাতিক ক্যারাটের আসরে নিজেদের দক্ষতা প্রমাণ করতে প্রত্যেকেই এখন দিনে ৫-৬ ঘণ্টা অনুশীলনে ব্যস্ত।ক্যারাটে প্রশিক্ষক নাড়ুগোপাল কামিলা আরও বলেন সারা রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আমার ছাত্র-ছাত্রীরা ইন্টারন্যাশনাল ক্যারাটে প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন আমি খুবই আনন্দিত। দক্ষিণ ২৪ পরগনার পায়েল সদ্দার ও হাওড়া জেলা দক্ষিণ ভবানীপুর গ্রামের সূর্যদীপ দাস এবারে ইন্টারন্যাশনালে প্রতিযোগী হিসেবে যাচ্ছে।
No comments