পঞ্চায়েত নির্বাচনে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস প্রার্থীদের সমর্থনে- প্রাথমিক শিক্ষক সমাবেশআসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ আসনে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস প্রার্থীদের সমর্থনে- প্রাথম…
পঞ্চায়েত নির্বাচনে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস প্রার্থীদের সমর্থনে- প্রাথমিক শিক্ষক সমাবেশ
আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ আসনে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস প্রার্থীদের সমর্থনে- প্রাথমিক শিক্ষক সমাবেশে
নিখিল বঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি ছেড়ে যোগদান পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতি
আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ আসনে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস প্রার্থীদের সমর্থনে- প্রাথমিক শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত হলো কাঁথি সেন্ট্রাল বাসস্ট্যান্ডে। কাঁথি মহকুমা'য় পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির অনুষ্ঠিত হলো আজকের এই শিক্ষক সমাবেশ। শনিবার বিকেলে প্রায় ৫০০ জন প্রাথমিক শিক্ষক-শিক্ষিকার উপস্থিতিতে অনুষ্ঠিত হয় এই শিক্ষক সমাবেশ। এদিনের এই শিক্ষক সমাবেশে উপস্থিত ছিলেন- পূর্ব মেদিনীপুর জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যান তথা কাঁথি সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস নির্বাচনী কমিটির আহ্বায়ক হাবিবুর রহমান, কাঁথি সাংগঠনিক পূর্ব মেদিনীপুর জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা এগরা বিধানসভার বিধায়ক তরুণ মাইতি, প্রাক্তন মন্ত্রী তথা কাঁথি সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের নির্বাচনী কমিটির সভাপতি জ্যোতির্ময় কর সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গ।
এদিনের এই শিক্ষক সমাবেশে 'নিখিল বঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি' ছেড়ে 'পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতি'তে যোগদান করে, হাতে দলীয় পতাকা ধরেন- হিন্দু গার্ল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক পূর্ণেন্দু পাহাড়ি। তিনি জানিয়েছেন- "আমি নিঃস্বার্থভাবে নিখিল বঙ্গ শিক্ষক সমিতি করেছি, কিন্তু আমি সেখানে যোগ্য সম্মান পাইনি। বিপদে-আপদে আমাকে কেউ সহযোগিতা করেনি", তাই স্বইচ্ছায় সরকারের উন্নয়নের শামিল হওয়ার জন্য আমি পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতিতে যোগদান করেছি।
পূর্ব মেদিনীপুর জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যান তথা কাঁথি সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস নির্বাচনী কমিটির আহ্বায়ক হাবিবুর রহমান জানান- ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে, মমতা ব্যানার্জি মনোনীত প্রার্থী দের জিতাতে, আজকের এই শিক্ষক সমাবেশ। আজ শিক্ষকদের বার্তা দেওয়া হল- মমতা ব্যানার্জির উন্নয়ন সঠিক তথ্যের মাধ্যমে সকল মানুষের কাছে পরিবেশন করা, নির্বাচনের এই কটা দিন মানুষের পাশে থেকে নির্বাচনে সহযোগিতা করার পাশাপাশি সরকারের উন্নতি প্রকল্পগুলিকে মানুষের কাছে তুলে ধরা। যিনি যোগদান করেছেন তিনি বুঝেছেন নিখিল বঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির কোন কার্যক্রম নেই, শিক্ষকদের স্বার্থে তারা কোন কাজ করে না। তাই মমতা ব্যানার্জির উন্নয়ন মুখি কর্মকাণ্ডে উদ্বুদ্ধ হয়ে তিনি আজ দলে যোগদান করলেন।
No comments