ভোট আসে ভোট যায় হাল ফেরেনি রাস্তার। তাইভোট বয়কটের ডাক দিল এলাকাবাসী।
পূর্ব মেদিনীপুর জেলার নন্দকুমার বিধানসভার সাওড়াবেড়্যা জালপাই ২ গ্রাম পঞ্চায়েত শ্যামসুন্দরপুর গ্রামের বেহাল রাস্তা। দীর্ঘদিন ধরেই এই গ্রামের রাস্তার অবস্থা বে…
ভোট আসে ভোট যায় হাল ফেরেনি রাস্তার। তাইভোট বয়কটের ডাক দিল এলাকাবাসী।
পূর্ব মেদিনীপুর জেলার নন্দকুমার বিধানসভার সাওড়াবেড়্যা জালপাই ২ গ্রাম পঞ্চায়েত শ্যামসুন্দরপুর গ্রামের বেহাল রাস্তা। দীর্ঘদিন ধরেই এই গ্রামের রাস্তার অবস্থা বেহাল হয়ে রয়েছে। মাটির রাস্তা দিয়ে যাতায়াত করতে হয় স্থানীয় বাসিন্দাদের। বর্ষার সময় এলেই যে পরিস্থিতি তৈরি হয় রাস্তার তাতে যাতায়াত করতে সমস্যায় পড়তে হয় এলাকাবাসীকে। স্থানীয় বাসিন্দাদের বক্তব্য সব জায়গায় ঢালাই রাস্তা হয়ে গেলেও এই রাস্তা এখনও মাটির। প্রায় চারাটি গ্রামের মানুষ এই রাস্তা দিয়ে যাতায়াত করে। এই রাস্তাই শহরের সঙ্গে যোগাযোগের একমাত্র পথ। ভোটের সময় নেতারা আসে প্রতিশ্রুতি দেয় কিন্তু কাজ হয়না। তাই এবারে পঞ্চায়েত ভোটে ভোট বয়কটের ডাক দিয়েছে তারা। আগে রাস্তা পরে ভোট এই দাবীতে রবিবার ২ রা জুলাই বেহাল রাস্তার সামনে ভোট বয়কটের ডাক দেয়।
No comments