এ এম এন্টারপ্রাইজ শ্রমিকের বিদায় সংবর্ধনা সভা
ভিডিও দেখতে ক্লিক করুন।https://youtu.be/KILBIaWXruA
পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া বন্দরের ক্লিয়ারিং এজেন্ট এ এম এন্টারপ্রাইজ । হলদিয়া বন্দরের রেক সাইড ডাম্পার সাইট মেকানিক্যাল সাইড ম…
এ এম এন্টারপ্রাইজ শ্রমিকের বিদায় সংবর্ধনা সভা
https://youtu.be/KILBIaWXruA
পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া বন্দরের ক্লিয়ারিং এজেন্ট এ এম এন্টারপ্রাইজ । হলদিয়া বন্দরের রেক সাইড ডাম্পার সাইট মেকানিক্যাল সাইড মিলিয়ে বহু শ্রমিক কাজ করেন।
কাজের নিয়মে বয়স হলেই সকলকেই কর্মস্থল থেকে বিদায় নিতে হবে।
জানা যায় ধারাবাহিকভাবে প্রত্যেক শ্রমিক প্রত্যেকেই কাজের অবসরের দিন বিদায় সম্বর্ধনা অনুষ্ঠানের মধ্য দিয়ে স্মৃতিকে আঁকড়ে ধরে।
হলদিয়া সংহতি মাঠে ডাম্পার সেকশনের প্রায় সাড়ে চারশত ড্রাইভার হেল্পার তাদের যৌথ উদ্যোগে তাদেরই সহযোগী রসিক ড্রাইভার ছবিলাল অধিকারীর বিদায় সংবর্ধনা সভা।
২০০৮ সাল থেকে একটানা এম এন্টারপ্রাইজ এ কাজ করতেন। তাদের নিয়মে ই বয়সের হতেই সংস্থা থেকে বিদায় নিতে হলো তার সহযোগি বন্ধুরা সকলেই তার বিদায় সংবর্ধনা স্মৃতি হয়ে থাকলেন।
ছবি লাল অধিকারী বলেন দীর্ঘ ১৮ বছর আমরা একসঙ্গে কাজ করে এসেছি। আজ বয়সের সাথে সাথে কর্মস্থল থেকে বিদায় নিচ্ছি ।খারাপ লাগবে ঠিকই কিন্তু সকল কে মেনে নিতে হবে। আজকের সকল সহযোগী বন্ধুদের ভালোবাসায় আমি সত্যিই আপ্লুত হলাম। সভায় উপস্থিত ছিলেন এ এম এন্টারপ্রাইজ সহযোগী শ্রমিক মাসুদ হোসেন, শেখ সোহান আলী, একাদশী সিংহ, ভাস্কর দাস, এবং সেক এনামুল প্রমূখ।
No comments