Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

নির্দল প্রার্থীকে বহিষ্কার করল তৃণমূল

নির্দল প্রার্থীকে বহিষ্কার করল তৃণমূল

এবার পঞ্চায়েত ভোটে নির্দল প্রার্থী হওয়ায়  ৩ জনকে বহিষ্কার করল তৃণমূল। যদিও নির্দল প্রার্থীরা পরিস্কার জানিয়ে দিয়েছেন তাঁরা দলের জন্মলগ্ন থেকে বরাবর তৃণমূল করতেন । দল টিকিট না দেওয়ায় জনগনের দাব…

 




নির্দল প্রার্থীকে বহিষ্কার করল তৃণমূল



এবার পঞ্চায়েত ভোটে নির্দল প্রার্থী হওয়ায়  ৩ জনকে বহিষ্কার করল তৃণমূল। যদিও নির্দল প্রার্থীরা পরিস্কার জানিয়ে দিয়েছেন তাঁরা দলের জন্মলগ্ন থেকে বরাবর তৃণমূল করতেন । দল টিকিট না দেওয়ায় জনগনের দাবিতে এবার নির্দল হয়ে লড়তে হচ্ছে। জানা গিয়েছে পূর্ব মেদিনীপুরের এগরা ১ নম্বর ব্লকের জুমকি অঞ্চলের 

গ্রাম পঞ্চায়েতে নির্দল প্রার্থী হয়েছেন উদয় শঙ্কর সর,  পঞ্চায়েত সমিতিতে ইতিষ চন্দ্র দে এবং সুধাংশু জানা। তৃণমূল সূত্রের খবর দলীয় নির্দেশকে উপেক্ষা করে এবার পঞ্চায়েত ভোটে নির্দল প্রার্থী হওয়ায় এবং দল বিরোধী কাজের জন্য এগরা ১ ব্লকের জুমকি গ্রাম পঞ্চায়েতে ৩ বিদায়ী তৃণমূলের স্থানীয় পঞ্চায়েতের উপ প্রধান উদয় শঙ্কর সর ও এগরা ১ পঞ্চায়েত সমিতির সদস্য ইতিষ চন্দ্র দে এবং এগরা ১ ব্লক কমিটির তৃণমূল নেতা সুধাংশু জানাকে দল থেকে বহিস্কার করা হলো বলে দাবী তৃণমূলের।

শনিবার জুমকি গ্রাম পঞ্চায়েতে বেলতলাতে তৃণমূলের দলীয় কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলন করে  ঘোষনা করেন এগরা ১ ব্লক তৃণমূলের সভাপতি বিজন বিহারি সাউ। এই প্রসঙ্গে বহিঃস্কৃত তৃণমূল নেতৃত্বের দাবী, আমাদের দল থেকে বহিস্কার করে কোনো লাভ হবেনা। আমরা এবার পঞ্চায়েত ভোটে বিপুল ভোটে জিতবো। মানুষ আমাদের সঙ্গে রয়েছে। তবে আগামীদিনে দলে ফিরবো কিনা সেটা সময় বলে দেবে।

No comments