পূর্ব মেদিনীপুর জেলায় মহিলা ভোটার ১৮ লক্ষ
দুর্যোগ মাথায় নিয়ে আজ ৮ ই জুলাই, শনিবার ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে ব্যালটে ভোট দেবেন পূর্ব মেদিনীপুর জেলার ৩৮ লক্ষ ১৪ হাজার ৮৮৮ জন ভোটার। তার আগের দিন, অর্থাৎ শুক্রবার ডিসিআরসি ক্যাম…
পূর্ব মেদিনীপুর জেলায় মহিলা ভোটার ১৮ লক্ষ
দুর্যোগ মাথায় নিয়ে আজ ৮ ই জুলাই, শনিবার ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে ব্যালটে ভোট দেবেন পূর্ব মেদিনীপুর জেলার ৩৮ লক্ষ ১৪ হাজার ৮৮৮ জন ভোটার। তার আগের দিন, অর্থাৎ শুক্রবার ডিসিআরসি ক্যাম্প থেকে ব্যালট বাক্স, ব্যালট পেপার, কালি, ভোটার লিস্ট সহ নির্বাচন পরিচালনার জন্য প্রয়োজনীয় অন্যান্য জিনিসপত্র গুছিয়ে বুথ অভিমুখে রওনা দেন ভোট কর্মীরা। পূর্ব মেদিনীপুর জেলায় এবারে মোট ভোট গ্রহণ কেন্দ্র ৪১২৮টি। প্রতি বুথেই পুলিশ সহ কেন্দ্র বাহিনীর জওয়ান মোতায়েন থাকবে। বুথে বুথে সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছে। জেলায় মোট ২৫টি ডিসিআরসি ক্যাম্প হয়েছে। কোলাঘাট, তমলুক, হলদিয়া, ময়না, কাঁথি, রামনগর, এগরা-সহ বিভিন্ন ব্লকের ডিসিআরসি ক্যাম্প থেকে বুথে রওনা দেন ভোট কর্মী ও নিরাপত্তা রক্ষীরা। এবারের পঞ্চায়েত নির্বাচনে মনোনয়ন জমার পর্ব শুরু হতেই রাজনৈতিক উত্তেজনা ছড়ায় জেলাজুড়ে। নানা জায়গা থেকে সংঘর্ষের খবর আসতে থাকে। ফলে এবারে নির্বাচন প্রক্রিয়া পরিচালনা নিয়ে কিছুটা হলেও ভয় ছিল ভোট কর্মীদের মনে। কিন্তু শেষ পর্যন্ত প্রতি বুথে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান থাকায় স্বস্তি পান ভোট কর্মীরা। কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্রের উপনগরীর কেটিপিপি উচ্চ বিদ্যালয়ে ডিসিআরসি ক্যাম্প অফিস হয়। কাঁথি কিশোরনগর শচীন্দ্র শিক্ষা সদন, কাঁথি দেশপ্রাণ ব্লকের বসন্তিয়া হাই স্কুলে ডিসিআরসি কেন্দ্র থেকে ভোট কর্মীরা নির্বাচনের যাবতীয় উপকরণ সংগ্রহ করে শুক্রবার বেলার দিকে বুথমুখী হন। জেলার সবথেকে বেশি বুথ বা পোলিং স্টেশন আছে পাঁশকুড়া ব্লকে। এই ব্লকে বুথের সংখ্যা ২৬২। এর পরই আছে কোলাঘাট। এই ব্লকে বুথের সংখ্যা ২৫৯টি। জেলার সদর ব্লক তমলুকে বুথের সংখ্যা ১৯১টি।
পূর্ব মেদিনীপুর জেলার সবচেয়ে কম বুথ আছে হলদিয়ায়। এখানে মাত্র ৮৫ টি বুথ আছে। সব মিলিয়ে জেলার ৪১২৮ টি বুথে ভোট কর্মীর সংখ্যা মোট ২০,৬৪০ জন। জেলায় কেন্দ্রীয় বাহিনী থাকছে ৫৬ কোম্পানী। রাজ্য পুলিশ ৪০০০জন, জেলার মোট পঞ্চায়েত সমিতি ২৫টি, আসন ৬৬৫টি মোট গ্রাম পঞ্চায়েত ২২৩টি আসন ৪২৯০ টি। জেলা পরিষদের আসন ৭০টি। মোট ভোটগ্রহণ কেন্দ্র ৪১২৮, মোট বুথ ৩১৮২, স্পর্শকাতর বুথ ৩৫৬টি। জেলার মোট ভোটার ৩৮ লক্ষ ১৪ হাজার ৮৮৮ জন। এরমধ্যে মহিলা ভোটার ১৮লক্ষ ৫১ হাজার ৭৮২জন,পুরুষ ভোটার ১৯ লক্ষ ৬৩ হাজার ৬০ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৪৬জন।
No comments