Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

এবার শুরু হয়ে যাবে লোকসভা নির্বাচনের প্রস্তুতি

এবার শুরু হয়ে যাবে লোকসভা নির্বাচনের প্রস্তুতিপঞ্চায়েত ভোটের পর্ব মিটলেই শুরু হয়ে যাবে লোকসভা নির্বাচনের প্রস্তুতি। এর জন্য ১ আগস্ট থেকে ইভিএম পরীক্ষার কাজ শুরু হচ্ছে। এ রাজ্যে সম্ভাব্য বুথের সংখ্যা এবং কত সংখ্যক ইভিএম পরীক্ষ…

 




 এবার শুরু হয়ে যাবে লোকসভা নির্বাচনের প্রস্তুতি

পঞ্চায়েত ভোটের পর্ব মিটলেই শুরু হয়ে যাবে লোকসভা নির্বাচনের প্রস্তুতি। এর জন্য ১ আগস্ট থেকে ইভিএম পরীক্ষার কাজ শুরু হচ্ছে। এ রাজ্যে সম্ভাব্য বুথের সংখ্যা এবং কত সংখ্যক ইভিএম পরীক্ষা করতে হবে, তার প্রাথমিক হিসেব জেলায় জেলায় পাঠানো হয়েছে। পুজোর আগে ইভিএম পরীক্ষার কাজ শেষ করতে হবে বলে নির্দেশ দিয়েছে ভারতের নির্বাচন কমিশন। 

কমিশন জেলায় জেলায় যে তথ্য পাঠিয়েছে, তাতে প্রাথমিকভাবে ৮০ হাজার ৯০৯টি বুথের কথা উল্লেখ করা হয়েছে। পৃথকভাবে পরীক্ষা করা হবে ব্যালট ইউনিট ও কন্ট্রোল ইউনিট। দেখা হবে ভিভিপ্যাটও। পরিসংখ্যান অনুযায়ী, ১ লক্ষ ৩৯ হাজার ৫৭টি ব্যালট ইউনিট (যেখানে ভোটাররা ভোটদান করেন) পরীক্ষা করবেন আধিকারিকরা। ১ লক্ষ ১৪ হাজার ৯৯৪টি কন্ট্রোল ইউনিট (যা প্রিসাইডিং অফিসারের নিয়ন্ত্রণে থাকে) ঠিক আছে কি না, খতিয়ে দেখা হবে। এছাড়া প্রায় দেড় লক্ষ ভিভিপ্যাট পরীক্ষা করা হবে। গোটা প্রক্রিয়া ৭ই অক্টোবরের মধ্যে শেষ করতে হবে। 

কয়েক মাস আগে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের তরফে জেলায় জেলায় কত ইভিএম রয়েছে, সেগুলির কী হাল ইত্যাদি বিষয়ে নিয়ে বৈঠক হয়েছিল।  তারপর ইভিএম পরীক্ষার নির্দেশ গেল জেলায় জেলায়। এক আধিকারিকের কথায়, এটা প্রথম ধাপের পরীক্ষা। এই প্রক্রিয়ার মাধ্যমে দেখে নেওয়া হবে মেশিনগুলি ঠিক আছে কি না। খারাপ মেশিনগুলি ফেরত পাঠানো হবে। 

গত বিধানসভা নির্বাচন থেকে একটি বুথে ১৪৫০ জন করে ভোটারের নিয়ম চালু করেছে কমিশন। তার চেয়ে বেশি হলে ওই বুথ ভেঙে দ্বিতীয়  বা অক্সিলারি বুথ গঠন করা হয়েছে। সেই ফর্মুলা মেনে প্রাথমিকভাবে যে হিসেব করা হয়েছে, তাতে দেখা যাচ্ছে, ৪২টি লোকসভা কেন্দ্রে ৭৯,৫০১টি বুথ রয়েছে। অক্সিলারি বুথের সংখ্যা ১৪০৮।

No comments