Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

বর্ষা উৎসব প্রকাশিত হল

কৃষ্ণপদ মেমোরিয়াল হলে বর্ষা  উৎসব 
চামেলী ভট্টাচার্য- ,হাওড়াঃ ত্রৈমাসিক সাহিত্য পত্রিকার অনুষ্ঠান ।
কৃষ্ণপদ মেমোরিয়াল হল । 55 এ সূর্য সেন স্ট্রিট ।৮ ই জুলাই ২০২৩ দুপুর ৩ টায় ভাবনা ও রুপায়নে - পাপড়ি দাস । সম্পাদিকা লেখনী । 
পাপড়…

 


কৃষ্ণপদ মেমোরিয়াল হলে বর্ষা  উৎসব 


চামেলী ভট্টাচার্য- ,হাওড়াঃ ত্রৈমাসিক সাহিত্য পত্রিকার অনুষ্ঠান ।


কৃষ্ণপদ মেমোরিয়াল হল । 55 এ সূর্য সেন স্ট্রিট ।৮ ই জুলাই ২০২৩ দুপুর ৩ টায় ভাবনা ও রুপায়নে - পাপড়ি দাস । সম্পাদিকা লেখনী । 

পাপড়ি দাস বলেন অনুষ্ঠানের  পূর্বে মনে হয়েছিল বর্ষার জল হয় তো অনুষ্ঠানের  অনেক অসুবিধা হয়ে যেতে পারে । বৃষ্টির জন্য কবি লেখকদের  আসার অসুবিধা হতে পারে, কিন্তু ঈশ্বরের কৃপায় সব ঠিক ঠাক ছিল  আমাদের  অনুষ্ঠান খুব ভালো ভাবেই হলো ।

গ্রাম বাংলায় সরকার গঠনের জন্য যখন মানুষ তৎপর গ্রামীণ এলাকায়  পঞ্চায়েত নির্বাচন চলছে আর সেদিনই বর্ষা উৎসবের পত্রিকা উদ্বোধন হলো।

এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বপন দাস, বিক্রম জিত ঘোষ, শ্যামল দাস শ্যাম সুন্দর বসু, চামেলী ভট্টাচার্য,  অনুশ্রী দাস,  বিকাশ দাশ প্রমুখ । অনুষ্ঠানে কবিতা পাঠ,  আবৃত্তি, গল্প পাঠ, শ্রুতি নাটক । কবি অতিথিদের  ম্যডেল দিয়ে বরণ করেন । লেখনী পত্রিকা প্রকাশ হয়।


   রিপোর্ট -হলদিয়া নিউজ 

  ।

No comments