শিল্পনগরী হলদিয়ায় প্লাস্টিক বস্তা বোঝাই গোডাউনে ভয়াবহ আগুন
সুকুমার সামন্ত, হলদিয়া ঃঃ পূর্ব মেদিনীপুর জেলা হলদিয়া পঞ্চায়েত সমিতির অন্তর্গত চকদ্বীপা গ্রাম পঞ্চায়েতের অধীনে ডালিম্মচক কলতলা একটি বর্জ্য পদার্থের গোডাউনে আগুন লাগে ঘ…
শিল্পনগরী হলদিয়ায় প্লাস্টিক বস্তা বোঝাই গোডাউনে ভয়াবহ আগুন
সুকুমার সামন্ত, হলদিয়া ঃঃ পূর্ব মেদিনীপুর জেলা হলদিয়া পঞ্চায়েত সমিতির অন্তর্গত চকদ্বীপা গ্রাম পঞ্চায়েতের অধীনে ডালিম্মচক কলতলা একটি বর্জ্য পদার্থের গোডাউনে আগুন লাগে ঘটনা স্থলে দুটি দমকলের ইঞ্জিন এবং একটি বালির গাড়ি।
ঘটনাস্থলে ভবানীপুর থানার বিশাল পুলিশ বাহিনী পৌঁছে গেছেন।
ভিডিও দেখতে ক্লিক করুন
https://youtu.be/0PM7Pe-nNIY
হলদিয়া ব্রজলাল চক থেকে চৈতন্যপুর রাজ্য সড়কের পাশেই এই গোডাউন টি আগুনের তীব্রতা এতটাই জাতীয় সড়ক থেকে কেউ পাশাপাশি বাস বা অন্যান্য যানবাহন যেতে পারছে না । আগুন লাগলো তা নিয়ে তদন্তে নেমেছেন ভবানীপুর থানার পুলিশ।
সূত্রের খবর ওই জায়গাতে বিভিন্ন ধরনের বজ্র পদার্থ থাকতো আগুনের এখনো নিয়ন্ত্রণে আসেনি। দুটি দমকলের ইঞ্জিন আগুন নেভানোর কাজে লেগেছেন ।
No comments