জবরদখলকারিদের উচ্ছেদ করল হলদিয়া বন্দর কর্তৃপক্ষ, দিশেহারা বাসিন্দা থেকে ব্যবসায়ীরা
ভিডিও দেখতে ক্লিক করুন।https://youtu.be/G4-mdPA64bEহলদিয়া বন্দর :জবরদখলকারিদের উচ্ছেদ করলো হলদিয়া বন্দর কর্তৃপক্ষ । সম্প্রতি কলকাতা হাইকোর্টের নির…
জবরদখলকারিদের উচ্ছেদ করল হলদিয়া বন্দর কর্তৃপক্ষ, দিশেহারা বাসিন্দা থেকে ব্যবসায়ীরা
ভিডিও দেখতে ক্লিক করুন।
https://youtu.be/G4-mdPA64bE
হলদিয়া বন্দর :জবরদখলকারিদের উচ্ছেদ করলো হলদিয়া বন্দর কর্তৃপক্ষ । সম্প্রতি কলকাতা হাইকোর্টের নির্দেশের প্রেক্ষিতে হলদিয়া বন্দর কর্তৃপক্ষ উচ্ছেদ অভিযানে পুলিশি সহায়তা চেয়েছিলো রাজ্যের কাছে । আইনী অনুমতি মেলার পর বৃহস্পতিবার হলদিয়ার পাতিখালি এলাকার বেশ কয়েকটি বাড়ি ও দোকান উচ্ছেদ করা হয়।
হলদি-হুগলি নদীর সংযোগস্থলে বন্দর গড়ার উদ্দেশ্যে হলদিয়ায় ১৯৬৫ সালে জমি অধিগ্রহন করা হয় । সেই সময় বহু মানুষ উচ্ছেদের সুবাদে প্রাপ্য ক্ষতিপূরণ এবং বসবাসের জায়গা পেয়েছেন । তাদের অনেকেই ক্ষতিপূরণ পেলেও পুনর্বাসনের উপযুক্ত জায়গা পায়নি বলে অভিযোগ । হলদিয়া বন্দরের জায়গাতেই তাদের বসবাস । হলদিয়ার বিষ্ণুরামচক,সাওতানচক,পাতিখালি,ব্রজনাথচক,চিরঞ্জীবপুর,পরমানন্দচক সহ বেশ কিছু জায়গায় উদ্বাস্তু পরিবারের লোকজন বাস করেন । শিল্পাঞ্চলে কাজের সূত্রে বহু মানুষ বেশ কিছু রাস্তা এবং খালপাড়ে নিজেদের থাকার প্রয়োজনে অস্থায়ী ঘর তৈরী করে সংসার পেতে বসেছেন । দীর্ঘ কয়েক বছর চেষ্টা করেও তাদের তুলতে ব্যর্থ হয়েছে বন্দর কর্তৃপক্ষ । হাইকোর্টের অনুমতি নিয়ে পুলিশের সহায়তায় ফের উচ্ছেদ অভিযান করতে তৎপর বন্দরের সংশ্লিষ্ট কর্তাব্যক্তিরা।১০০০ পরিবারকে চিহ্নিত করা হয়,যারা দীর্ঘদিন হলদিয়া বন্দরের জায়গায় বসে আছে । পুলিশের সহযোগিতা নিয়ে এদিন অভিযান করা হয়।" তবে বন্দরের এমন পদক্ষেপ কোনোভাবেই মানতে নারাজ হলদিয়া উদ্বাস্তু ক্ষতিগ্রস্ত বস্তি উন্নয়ন সমিতির সদস্যরা এদিন প্রাথমিক পর্যায়ের উচ্ছেদ অভিযান হয়। পরবর্তী সময়ে বাকি এলাকায় উচ্ছেদ অভিযান করা হবে বলে বন্দর কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে।
থাকার জায়গা ও ব্যবসা করে সংসার চালানোর পথ বন্ধ করে দেওয়ায় দীশেহারা বসবাসকারী মানুষজন।।
No comments