Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের নতুন মুখের খোঁজ

পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের নতুন মুখের খোঁজ 
মণ্ডল কাঁথি-১ ব্লকে লড়াই করে পরাজিত হয়েছেন। স্বাভাবিক ভাবেই সহ-সভাধিপতি এবং বিভিন্ন দফতরের কর্মাধ্যক্ষ পদে নতুন মুখ আসার সম্ভবনা প্রবল হয়েছে। কারা ওই সব পদে বসবেন তা নিয়ে তৃণমূলের …

 




পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের নতুন মুখের খোঁজ 


মণ্ডল কাঁথি-১ ব্লকে লড়াই করে পরাজিত হয়েছেন। স্বাভাবিক ভাবেই সহ-সভাধিপতি এবং বিভিন্ন দফতরের কর্মাধ্যক্ষ পদে নতুন মুখ আসার সম্ভবনা প্রবল হয়েছে। কারা ওই সব পদে বসবেন তা নিয়ে তৃণমূলের অন্দরে চর্চা শুরু হয়েছে।

জেলা পরিষদে পদ্ম ফুটলেও শেষ দাপট বজায় রেখেছে ঘাসফুল শিবির। এবার পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের বোর্ড গঠন তারাই করেছে। তবে ওই নতুন মুখের মধ্যে এবার ভোটে বোর্ডে দেখা যাবে না একাধিক পুরনো উঠে এসেছেন সুতাহাটা ব্লকের জয়ী মুখ। আপাতত পরিষদের বিভিন্ন দফতরের কর্মাধ্যক্ষ পদের জন্য তাই নতুন মুখের সন্ধান চলছে তৃণমূলের অন্দরে।২০১৮ সালের পঞ্চায়েত নির্বাচনে পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের ৬০টি আসনের সবকটিতে জিতে বিরোধীশূন্য ভাবে ক্ষমতা দখল করেছিল তৃণমূল। এবারের পঞ্চায়েত ভোটে জেলা পরিষদের ৭০ আসনের মধ্যে ৫৬টিতে জিতেছে তৃণমূল আর বাকি ১৪টি আসনে জিতেছে বিজেপি। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে তৃণমূল ক্ষমতা দখল করলেও বিদায়ী সহ-সভাধিপতি শেখ সুফিয়ান-সহ সাতজন কর্মাধ্যক্ষ এবার পরিষদে থাকছেন না। গত তিন বার নন্দীগ্রাম-১ ব্লক থেকে জয়ী সুফিয়ানকে এবার ভোটে দলের প্রার্থীই করা হয়নি। একই ভাবে বিদায়ী পূর্ত কর্মাধ্যক্ষ স্বপন দাস, স্বাস্থ্য কর্মাধ্যক্ষ পার্থপ্রতিম দাস, মৎস্য- প্রাণীসম্পদ কর্মাধ্যক্ষ সোমনাথ বেরা, খাদ্য কর্মাধ্যক্ষ সিরাজ খাঁন, বিদ্যুৎ কর্মাধ্যক্ষ অনুরাধা নন্দ গোস্বামীও প্রার্থী ছিলেন না। অন্যদিকে, চেনা মুখ তথা প্রাক্তন সভাধিপতি মধুরিমা মণ্ডল।

তথা তৃণমূল যুব কংগ্রেসের রাজ্য সম্পাদক অভিষেক দাস। রামনগর-১ পঞ্চায়েত সমিতির বিদায়ী সভাপতি শম্পা মহাপাত্র। এছাড়া, পুরনো মুখ হিসাবে রয়েছেন দেশপ্রাণ ব্লক থেকে জেলা পরিষদের নির্বাচিত তরুণ জানা। জেলা পরিষদের সভাধিপতি পদ সাধারণ হিসাবে রয়েছে এবার। আর সহ-সভাধিপতি তফসিলি সংরক্ষিত রয়েছে। কাদের দেখা যাবে নতুন পদে? তৃণমূলের তমলুক সাংগঠনিক জেলা সভাপতি সৌমেন মহাপাত্র বলছেন, “গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি স্তরে নতুন পদাধিকারী বাছাই করার জন্য অঞ্চল, ব্লক নেতৃত্ব, জয়ী সদস্য ও বিধায়কদের মতামত পাঠাতে বলা হয়েছে। ওই প্রস্তাব রাজ্য নেতৃত্বের কাছে পাঠানো হবে। এরপর রাজ্য নেতৃত্বের নির্দেশ অনুযায়ী নতুন পদাধিকারীদের নাম চূড়ান্ত হবে।” তবে জেলাপরিষদের সভাধিপতি, সহ-সভাধিপতি এবং কর্মাধ্যক্ষের পদের বিষয়ে এখনও আলোচনা হয়নি বলে দাবি সৌমেনের। তিনি বলেন, “রাজ্য নেতৃত্ব এখনও এ বিষয়ে আমাদের নির্দেশিকা দেননি

No comments