Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

পণ্য ধারণ ক্ষমতা বাড়ছে বন্দরের

পণ্য ধারণ ক্ষমতা বাড়ছে বন্দরের
কলকাতা তথা শ্যামাপ্রসাদ মুখার্জি বন্দরের খিদিরপুর ডকে পণ্য ওঠানামা বাড়াতে দু'ধাপে ১৮১ কোটি ৮১ লক্ষ টাকা খরচ করে বিশেষ পরিকাঠামো তৈরি হচ্ছে। বন্দরের চেয়ারম্যান রথেন্দ্র রমনের উপস্থিতিতে সম্প্রত…

 




পণ্য ধারণ ক্ষমতা বাড়ছে বন্দরের


কলকাতা তথা শ্যামাপ্রসাদ মুখার্জি বন্দরের খিদিরপুর ডকে পণ্য ওঠানামা বাড়াতে দু'ধাপে ১৮১ কোটি ৮১ লক্ষ টাকা খরচ করে বিশেষ পরিকাঠামো তৈরি হচ্ছে। বন্দরের চেয়ারম্যান রথেন্দ্র রমনের উপস্থিতিতে সম্প্রতি এক বেসরকারি সংস্থার কর্ণধার আশুতোষ জয়সওয়ালের হাতে ওই দায়িত্বভার তুলে দেন খিদিরপুর ডক ব্যবস্থার ডেপুটি চেয়ারম্যান সম্রাট রাহি। নেপাল, ভুটানের মতো দেশ ছাড়াও উত্তর-পূর্বের একাধিক রাজ্যের পণ্য বাজার ধরতেই এই উদ্যোগ।

প্রথম ধাপে ৯৫.৬৬ কোটি টাকা খরচে ১৮ মাসের মধ্যে পরিকাঠামো তৈরির কাজ সম্পূর্ণ হলে ডকের পণ্য ওঠানামার ক্ষমতা বছরে ৩০ লক্ষ টন পর্যন্ত বাড়বে। পরের ধাপে একই মেয়াদে ৮৬.১৫ কোটি টাকা খরচ করে ওই ক্ষমতা আরও ২৪.৮০ লক্ষ টন বাড়ানো হবে। কন্টেনারজাত বিভিন্ন পণ্য ছাড়াও রাসায়নিক সার, খাদ্যশস্য, ইস্পাতের উপকরণ, চুনা পাথর, চিনি, লোহা এবং অ্যালুমিনিয়ামের পাত ওঠানামার পরিকাঠামোও তৈরি হবে বলে জানিয়েছেন বন্দর কর্তৃপক্ষ।

No comments