Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

মাতৃহারা হলেন মিঠুন চক্রবর্তী

মাতৃহারা হলেন মিঠুন চক্রবর্তী
মাতৃহারা হলেন মিঠুন চক্রবর্তী। বছর তিনেক আগে কোভিডের সময়ে বাবাকে হারিয়েছিলেন। এবার হারালেন মাকেও। আজ, শুক্রবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন শান্তিরানি চক্রবর্তী। অভিনেতার পরিবারের তরফে এই খবর জানানো…

 মাতৃহারা হলেন মিঠুন চক্রবর্তী


মাতৃহারা হলেন মিঠুন চক্রবর্তী। বছর তিনেক আগে কোভিডের সময়ে বাবাকে হারিয়েছিলেন। এবার হারালেন মাকেও। আজ, শুক্রবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন শান্তিরানি চক্রবর্তী। অভিনেতার পরিবারের তরফে এই খবর জানানো হয়েছে। মিঠুনের ছোট ছেলে নমশি জানিয়েছেন, ঠাকুমা আর নেই। তবে শান্তিরানি দেবীর মৃত্যুর সঠিক কারণ এখনও পর্যন্ত জানা যায়নি। সূত্রের খবর, দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন তিনি। বর্তমানে মুম্বইতে ছেলের সঙ্গেই থাকতেন মা। এক সময়ে কলকাতার জোড়াবাগানের বাড়িতে পরিবারকে নিয়ে থাকতেন শান্তিরানি দেবী। পরে অনেক লড়াইয়ের পর মুম্বই ইন্ডাস্ট্রিতে নিজের পায়ের তলার মাটি শক্ত করেন মিঠুন। এরপর মাকে নিয়ে যান সেখানে। তখন থেকেই মুম্বইতে ছেলের সঙ্গেই থাকতেন শান্তিরানি। তাঁর মৃত্যুতে শোকের ছায়া চক্রবর্তী পরিবারে। ইতিমধ্যেই বি-টাউন এবং রাজনৈতিক ব্যক্তিত্বদের অনেকেই শোকপ্রকাশ করেছেন। টুইট করে শোকপ্রকাশ করেছেন তৃণমূলের মুখপাত্রও। লেখেন, মাতৃবিয়োগের জন্য মিঠুন চক্রবর্তীকে জানাই আন্তরিক সমবেদনা। আশা করি মিঠুনদা ও তাঁর পরিবার এই গভীর শোক সামলে উঠবে।

No comments