Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

দলবিরোধী কাজের অভিযোগে দুই মেদিনীপুর জেলায় ২০ জনকে সাসপেন্ড করল তৃণমূল

দলবিরোধী কাজের অভিযোগে দুই মেদিনীপুর  জেলায় ২০ জনকে সাসপেন্ড করল তৃণমূল
প্রচারের শেষলগ্নে দলবিরোধী কাজের অভিযোগে দুই মেদিনীপুর  জেলায় ২০ জনকে সাসপেন্ড করল তৃণমূল। এরমধ্যে বেশ কয়েকজন নির্দল প্রার্থী রয়েছেন। পূর্ব মেদিনীপুরে সাসপেন্…

 

দলবিরোধী কাজের অভিযোগে দুই মেদিনীপুর  জেলায় ২০ জনকে সাসপেন্ড করল তৃণমূল


প্রচারের শেষলগ্নে দলবিরোধী কাজের অভিযোগে দুই মেদিনীপুর  জেলায় ২০ জনকে সাসপেন্ড করল তৃণমূল। এরমধ্যে বেশ কয়েকজন নির্দল প্রার্থী রয়েছেন। পূর্ব মেদিনীপুরে সাসপেন্ড হওয়া নেতাদের কয়েকজন বিরোধী দলের চর হিসেবে কাজ করছিলেন বলে অভিযোগ। দলের মিটিং, মিছিলে থেকে বিপক্ষ শিবিরের চর হিসেবে কাজ করা ওই নেতাদের চিহ্নিত করে ছেঁটে ফেলা হয়েছে। ভোটের দু’দিন আগে দলবিরোধীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ায় নিচুতলার কর্মীরা খুশি। এর ফলে লড়াইয়ের ময়দানে প্রতিপক্ষের মোকাবিলা করা সহজ হবে বলে তাঁদের দাবি।

বৃহস্পতিবার তমলুকে জেলা পার্টি অফিসে সাংবাদিক বৈঠক করে জেলা সভাপতি সৌমেন মহাপাত্র ২০ জনকে সাসপেন্ড করার কথা ঘোষণা করেন। তাঁদের মধ্যে ১৫ জন পাঁশকুড়া ব্লকের নেতা। এছাড়া তিনজন মহিষাদল ও দু’জন কোলাঘাটের স্থানীয় নেতৃত্ব। পাঁশকুড়া ব্লক কমিটির নেতা জাফর আলি এবং মুজিবর রহমান দলীয় প্রার্থীকে হারানোর লাগাতার চেষ্টা করছেন বলে জেলা সভাপতির দাবি। তাই সাসপেন্ড করা হয়েছে। পাঁশকুড়ায় শেখ হাসমত আলি নামে এক সিভিক ভলান্টিয়ার নির্দল প্রার্থী। তাঁকেও এদিন পার্টির পদ থেকে সাসপেন্ড করা হয়। মহিষাদলে নীলিমা মান্না, শেখ মহিবুল ও লক্ষ্মণচন্দ্র পাল নামে তিনজনকে সাসপেন্ড করা হয়েছে। কোলাঘাটে কোলা-২পঞ্চায়েত এলাকার কৃষ্ণারানি পাল ও সঙ্গীতা মণ্ডল নামে দু’জন নির্দল প্রার্থী হওয়ায় সাসপেন্ড হয়েছেন। এর আগে ২৯ জুন সৌমেনবাবু সাংবাদিক বৈঠক করে ৪৩ জনকে সাসপেন্ড করেছিলেন। তাঁদের মধ্যে সাতজন লিফলেট বিলি করে দলীয় প্রার্থীর পাশে থাকার বার্তা দেওয়ায় শাস্তি প্রত্যাহার করা হয়। সৌমেনবাবু বলেন, পেট্রল-ডিজেল থেকে রান্নার গ্যাস এবং নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম লাগামছাড়া। কেন্দ্রীয় সরকার নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ। আগামী ৮ জুলাই ত্রিস্তর পঞ্চায়েতে তৃণমূল প্রার্থীদের উপর গণদেবতার আশীর্বাদ বর্ষিত হবে। তাঁরা বিজেপিকে পরিহার করবেন বলে আমাদের দৃঢ় বিশ্বাস।  


No comments