হলদিয়া পঞ্চায়েত সমিতির নজর কাড়া জয়ী আইনজীবী সেখ সামিম আখতার ভিডিও দেখতে ক্লিক করুনhttps://youtu.be/CAwU32BEn7c হলদিয়া পঞ্চায়েত সমিতি ১২টি আসনের মধ্যে বাড় উত্তর হিংলি তিনজন বিজেপি প্রার্থী জয়লাভ করেছেন।দেউলপোতা অঞ্চলে তিন…
হলদিয়া পঞ্চায়েত সমিতির নজর কাড়া জয়ী আইনজীবী সেখ সামিম আখতার
ভিডিও দেখতে ক্লিক করুন
https://youtu.be/CAwU32BEn7c
হলদিয়া পঞ্চায়েত সমিতি ১২টি আসনের মধ্যে বাড় উত্তর হিংলি তিনজন বিজেপি প্রার্থী জয়লাভ করেছেন।দেউলপোতা অঞ্চলে তিনজনের মধ্যে বিজেপি দুই জন প্রার্থীরা জয়লাভ করেছেন। একজন জয়লাভ করেছে তৃণমূল কংগ্রেস। দেভোগ পঞ্চায়েত সমিতির তিনজন চকদ্বীপা অঞ্চলে তিনজন পঞ্চায়েত সমিতির সেখ সামিম আখতার ভবানী জানা শ্রীকান্ত মাইতি তৃণমূল কংগ্রেসের প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন এরা প্রত্যেকেই জয় লাভ করেছেন।
চক দ্বীপা অঞ্চলে গ্রাম পঞ্চায়েত ২০ টি আসন তৃনমূল কংগ্রেস ১৬ বিজেপি ৩ আইএস এফ ১টি জয় লাভ করেছে। হলদিয়া পঞ্চায়েত সমিতির নজর কাড়া যারা হেরে গেছেন বর্তমান পঞ্চায়েত সমিতির সভাপতি ও সহ-সভাপতি ।
এক ঝাঁক নতুন মুখ জয়লাভ করেছে। আইনজীবী ও সমাজ সেবক সেখ সামিম আখতার। বাবার হাত ধরে রাজনীতিতে আসা । বর্তমানে জেলা আদালতের আইনজিবী। তিনি বলেন রাজনীতি থেকে মানুষ নীতি তে বিশ্বাস করি। মানুষের সেবা করা হবে আমার একমাত্র কাজ।
No comments