Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

২৫ টন ইলিশ উঠেছে দীঘা মোহনায়

২৫ টনের মতন ইলিশ উঠেছে দীঘা মোহনায়

বাঙ্গালীদের কাছে সুখবর এবারে বাঙালির পাতে পড়তে চলেছে দীঘা মহানার ইলিশ। এ মৌসুমের প্রথম ইলিশ পাওয়া গেল দীঘা মহানায়  আজ প্রায় ২৫ টনের মতন ইলিশ উঠেছে দীঘা মোহনায়। ১৫ই জুন ব্যান পিরিয়ড কাটিয়ে…

 

 



২৫ টনের মতন ইলিশ উঠেছে দীঘা মোহনায়



বাঙ্গালীদের কাছে সুখবর এবারে বাঙালির পাতে পড়তে চলেছে দীঘা মহানার ইলিশ। এ মৌসুমের প্রথম ইলিশ পাওয়া গেল দীঘা মহানায়  আজ প্রায় ২৫ টনের মতন ইলিশ উঠেছে দীঘা মোহনায়। ১৫ই জুন ব্যান পিরিয়ড কাটিয়ে মৎস্যজীবীরা মৎস্য শিকারে নেমেছিলেন কাকদ্বীপ ডায়মন্ড হারবারে প্রথম দিকে অল্প সল্প ইলিশ পাওয়া গেলেও আজ দীঘা মোহনায় পাওয়া গেল ২৫ টনের মতন ইলিশ। এক একটি ইলিশের ওজন ১ কিলো থেকে ১২০০. আবার ৪০০ থেকে ৫০০ গ্রামের ও রয়েছে. এক কিলো থেকে বারোশো কিলো দাম ৮০০ থেকে ৯০০ টাকা। আবার ৪০০ থেকে ৫০০ গ্রাম ওজনের দাম ৫০০ থেকে ৬০০ টাকা। বিক্রি হয়েছে দীঘা মোহনায়। এই প্রথম প্রচুর রিলিজ পাওয়া গেল দীঘা মোহনায় এরপরেও আরও ট্রলার গুলিতে ইলিশ মাছ আসছে বলে জানিয়েছেন দীঘা ফিশারম্যান ফ্রী স্ট্যাটাস অ্যাসোসিয়েশনের সম্পাদক শ্যামসুন্দর দাস। পূবালী হাওয়া ও ঝিরঝির বৃষ্টির কারণে ইলিশ আসার অনুকূল হয়েছে বলে তিনি জানান সেইসঙ্গে খুশি মৎস্যজীবীরা। সাধারণত আসার শ্রাবণ মাসেই ইলিশ প্রচুর পরিমাণে পাওয়া যায় দীর্ঘ ব্যান পিরিয়ডের পরে আরো বেশি পরিমাণ ইলিশ আসবে এবং ইলিশের মাছের সাইজটা অনেকটা বড় হবে বলে জানিয়েছেন মৎস্যজীবীরা। মৎস্যজীবীদের কথায় এবারে কিছুটা হলেও মৎস্যজীবীদের মুখে হাসি ফুটবে কারণ একমাস যাবত সেভাবে ইলিশের কোন সন্ধান পাওয়া যাচ্ছিল না। এবারে বৃষ্টি নামতেই আবহাওয়া অনুকূল থাকায় ইলিশের সম্ভাবনা থাকছে বলে জানিয়েছেন মৎস্যজীবী থেকে আরম্ভ করে অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা। আজ ২৫ টনের মত ইলিশ পাওয়া গেলেও আর কয়েক দিনের মধ্যে আরও বেশি পরিমাণ ইলিশ আসতে চলেছে দীঘা মোহনায়। ইতিমধ্যেই বেশ কয়েকশো টলার দীঘা মোহনায় ঢুকেছে আর অধিকাংশই ফিশিং করে ফিরছে বলে টলার মালিকদের সূত্রে খবর। শ্যামসুন্দর দাস সম্পাদক দিঘা ফিশারমেন্ট ফিস ট্রেডার্স অ্যাসোসিয়েশন

No comments