বৃক্ষ বন্দনার মাধ্যমে হলদিয়া পৌর পাঠভবন পালন করা হল অরণ্য সপ্তাহ
সোমবার বৃক্ষ বন্দনার মাধ্যমে হলদিয়া পৌর পাঠভবন পালন করা হল অরণ্য সপ্তাহ। চণ্ডীপুর রবীন্দ্র পরিষদ এবং পড়ুয়াদের উদ্যোগে স্কুল প্রাঙ্গণে রোপণ করা হয় বৃক্ষ জাতীয় না…
বৃক্ষ বন্দনার মাধ্যমে হলদিয়া পৌর পাঠভবন পালন করা হল অরণ্য সপ্তাহ
সোমবার বৃক্ষ বন্দনার মাধ্যমে হলদিয়া পৌর পাঠভবন পালন করা হল অরণ্য সপ্তাহ। চণ্ডীপুর রবীন্দ্র পরিষদ এবং পড়ুয়াদের উদ্যোগে স্কুল প্রাঙ্গণে রোপণ করা হয় বৃক্ষ জাতীয় নানা ধরনের গাছের চারা এবং ফুল গাছ। রবীন্দ্র পরিষদের পক্ষে প্রবীণ পরিবেশ কর্মী প্রদীপ জানা, শিক্ষক প্রতীক জানা, মনোজ মল্লিক, রজত দাস সহ অনেকেই উপস্থিত ছিলেন। চারাগাছ রোপণের আগে একটি বকুল চারাকে বন্দনা করা হয়। কাছের সাথে মানুষের নিবিড় সম্পর্কের কথা বলেন পরিবেশবিদ প্রদীপবাবু। স্কুলের প্রধান শিক্ষক শ্রীকৃষ্ণ চরণ চন্দ বকুল গাছে রাখি পরিয়ে বৃক্ষের গুরুত্ব ছাত্রছাত্রীদের সামনে তুলে ধরেন। উপস্থিত ছিলেন শিক্ষক আরিফ ইকবাল খান, স্বরাজ রায়, শিক্ষিকা রিয়াঙ্কা সামন্ত প্রমুখ। এদিন স্কুল চত্বরে লাগানো হয় নাগচম্পা, স্বর্ণচাঁপা, বসন্তবন্ধু, হলুদ পলাশ, জারুল, আমলতাস সহ একাধিক ফুলের গাছ। স্কুল পড়ুয়া রাবেয়া খাতুন, কুমকুম জানা, প্রেরণা মণ্ডল জানায়, গাছ লাগিয়ে গাছে ফুল দেওয়ার এই অনুষ্ঠান খুব ভালো লেগেছে। স্কুলের এই চারা গাছগুলি রক্ষা করার জন্য পাঁচজন মিলে একটি করে গ্রুপ তৈরি হয়েছে। এক একটি গাছের নামকরণ করা হয়েছে। কোনও গাছের নাম সততা, কোনও গাছের নাম ত্যাগ । এই ধরনের অসাধারণ ভাবনা পড়ুয়াদের দারুণ লেগেছে। স্কুল শিক্ষিকা সুমনা মুখোপাধ্যায়, কাকলি জানা বলেন, গাছ লাগানো শুধু নয়, গাছ লালন করার প্রয়াস পড়ুয়াদের অনুপ্রাণিত করবে। পলাশ, টাবেবুইয়া, অশোক, জারুল, রুদ্রপলাশ, ছাতিম, কৃষ্ণচূড়া, বকুল, অমলতাস, দক্ষিণ ভারতীয় মহুয়া সহ দশ ধরনের গাছ লাগানো হয়েছে।
No comments