ময়নার রাধা বল্লভচক সারদামণি বিদ্যাপীঠে অরণ্য সপ্তাহ উদযাপন হয়ময়নার রাধাবল্লভচক সারদাময়ী বিদ্যাপীঠে ১৭ ই জুলাই অরণ্য সপ্তাহ উদযাপন করা হয়। অনুষ্ঠানের শুরুতে পদযাত্রা হয়। এরপর বিদ্যালয় প্রাঙ্গণে বট, অশ্বত্থ, কৃষ্ণচূড়া, জবা …
ময়নার রাধা বল্লভচক সারদামণি বিদ্যাপীঠে অরণ্য সপ্তাহ উদযাপন হয়
ময়নার রাধাবল্লভচক সারদাময়ী বিদ্যাপীঠে ১৭ ই জুলাই অরণ্য সপ্তাহ উদযাপন করা হয়। অনুষ্ঠানের শুরুতে পদযাত্রা হয়। এরপর বিদ্যালয় প্রাঙ্গণে বট, অশ্বত্থ, কৃষ্ণচূড়া, জবা ইত্যাদি গাছের চারা রোপণ করা হয়। এছাড়াও বিদ্যালয়ের সমস্ত ছাত্র ছাত্রীদের ফুলের চারা গাছ বিতরণ করা হয়। উপস্থিত ছিলেন বৃক্ষপ্রেমী দিলীপ পাত্র।
No comments