শাসক দলের হয়ে প্রতিনিয়ত জনসংযোগে মাধ্যমে নির্বাচনের প্রচারের কাজ এগিয়ে রেখেছেন এস এইচ জি গ্রুপ
পৌরসভা নির্বাচনের জন্য শাসকদলের হয়ে অনেকটাই ঘর গুছিয়ে রেখেছেন এসএইচ জি গ্রুপের মহিলারা। রাজ্য সরকার বহু প্রকল্প সাধারণ মানুষের জন্…
শাসক দলের হয়ে প্রতিনিয়ত জনসংযোগে মাধ্যমে নির্বাচনের প্রচারের কাজ এগিয়ে রেখেছেন এস এইচ জি গ্রুপ
পৌরসভা নির্বাচনের জন্য শাসকদলের হয়ে অনেকটাই ঘর গুছিয়ে রেখেছেন এসএইচ জি গ্রুপের মহিলারা। রাজ্য সরকার বহু প্রকল্প সাধারণ মানুষের জন্য এনেছেন সেই সকল প্রকল্পগুলি বাস্তবায়িত হচ্ছে বিভিন্ন সরকারি সংস্থার মাধ্যমে লক্ষ্মীর ভান্ডার এবারে রাজ্য সরকারের প্রচারের মুখ ছিল গ্রামের মহিলাদেরকে ঐক্যবদ্ধ করা। লক্ষী ভান্ডারের সাথে সাথে পৌর এলাকায় এস এইচ জি প্রায়- ১৩৬৫গ্রুপ রয়েছে প্রতি গ্রুপে ১০ জন করে রয়েছেন তাহলে মোট সংখ্যা-----প্রতি পরিবারে ভোটার ন্যূনতম তিন ধরলে সেটাও অনেক বড় অংক দাঁড়িয়ে যায়।
প্রতিনিয়ত গ্রামীণ মহিলাদের কাজের তদারকি টেলারিং প্রশিক্ষণ এবং ব্যবসা করার জন্য এস এইচ জি গ্রুপের সাথে কেন্দ্রীয় সরকারের ফান্ড রিভোলিং ফাণ্ড হিসেবেও প্রায় দশ হাজার টাকা করে প্রতি গ্রুপে দেওয়া হয় । ব্যাংকের মাধ্যমে স্বল্প সুদে মহিলারা টাকা নিয়ে উপকৃত হচ্ছেন পৌর এলাকায়।
মহিলাদের বিভিন্ন স্কুলে মিড ডে মিলে কাজের সঙ্গে যুক্ত করা হয়েছে, যারা টেলারিং প্রশিক্ষণ নিয়েছেন বর্তমানে রাজ্য সরকারের ঘোষিত স্কুলের ইউনিফর্ম এখন এস এইচ জি গ্রুপে মহিলারাই তৈরি করছেন । মহিলাদের হাতে পয়সা এসেছে। লক্ষ্মীর ভান্ডারের সাথে সাথে ব্যাংক থেকে লোন নিয়ে মহিলারা বিভিন্ন ব্যবসা-বাণিজ্যের করছেন। হলদিয়া পৌর এলাকায় নির্বাচন যখনই হোক না কেন এস এইচ জি গ্রুপের মহিলারা নির্বাচনে শাসক দলের অনেকটাই প্রচারের দিক এগিয়ে রেখেছেন।
বিশেষ সূত্রে জানা যায় এস এইচ ডি গ্রুপের পরিচালক কমিটিতে মোট ১১জন রয়েছেন সকলেই মহিলা। গ্রুপের পরিচালক কমিটি সম্পাদিকা কেয়া দাস, সভানেত্রী কবিতা প্রামানিক, এবং কোষাধ্যক্ষ সান্তনা শেঠ। চলতি আর্থিক ২০২২-২০২৩ বর্ষে প্রায় ২৯ কোটি টাকা ব্যাংকের মাধ্যমে লোন পেয়েছেন এস এইচ জি গ্রুপের মহিলারা। লোন নিয়ে মহিলারা ছোটখাটো ব্যবসা করে স্বনির্ভর হচ্ছেন এই গ্রুপের মাধ্যমে।
No comments