সৈকত শহর দিঘায় দুই পর্যটক তলিয়ে গেল উদ্ধার ১ মৃত ১দিঘাতে বেড়াতে এসে ফের কলেজ ছাত্রের সমুদ্রে ডুবে মৃত্যু। আরেকজনকে আশঙ্কা জানানো অবস্থায় দীঘা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ নিয়ে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে পর্যটন সৈকত শহর দিঘা…
সৈকত শহর দিঘায় দুই পর্যটক তলিয়ে গেল উদ্ধার ১ মৃত ১
দিঘাতে বেড়াতে এসে ফের কলেজ ছাত্রের সমুদ্রে ডুবে মৃত্যু। আরেকজনকে আশঙ্কা জানানো অবস্থায় দীঘা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ নিয়ে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে পর্যটন সৈকত শহর দিঘায়।
হুগলি তারকেশ্বর থেকে একটি রিজার্ভ বাস করে পর্যটকের দল দিঘাতে আসে, তারা ওল্ড দীঘা একটি হোটেলে ওঠেন। বুধবার সন্ধ্যা নাগাদ দুই বন্ধু অরিন্দম দে ১৯ বয়স তারকেশ্বর বিশ্বাস নামে কলেজ ছাত্র তারা ওল্ড দীঘা ব্লুভির ঘাটে স্নান করতে নামে ।অমাবস্যার কোটাল থাকায় দুইজন তলিয়ে যায়। স্থানীয় নুলিয়া এবং পুলিশ প্রশাসন তারকেশ্বরকে উদ্ধার করে দীঘা হাসপাতালে পাঠালেও অরিন্দম তলিয়ে যায়।
আজ সকালে ওল্ড দিঘা হাসপাতাল ঘাটে অরিন্দমের দেহ উদ্ধার হয়। পুলিশ ময়না তদন্তের জন্য অরিন্দমের দেহ হাসপাতালে পাঠায়।
No comments