পৌরসভা নির্বাচনে কারা পাচ্ছেন টিকিট সে নিয়ে গুঞ্জন শুরু হয়েছে।পৌরসভা প্রথম থেকেই বোর্ড গঠন করে এসেছিলেন বামপন্থীরাই। একটানা চেয়ারম্যান ছিলেন প্রয়াত কবি সাহিত্যিক বিধায়ক প্রয়াত তমালিকা পন্ডা শেঠ। ২০১২ সালে হলদিয়া পৌরসভা নি…
পৌরসভা নির্বাচনে কারা পাচ্ছেন টিকিট সে নিয়ে গুঞ্জন শুরু হয়েছে।
পৌরসভা প্রথম থেকেই বোর্ড গঠন করে এসেছিলেন বামপন্থীরাই। একটানা চেয়ারম্যান ছিলেন প্রয়াত কবি সাহিত্যিক বিধায়ক প্রয়াত তমালিকা পন্ডা শেঠ। ২০১২ সালে হলদিয়া পৌরসভা নির্বাচনে জয়ী হয়ে বামপন্থীরাই বোর্ড গঠন করেছিল। ( সিপিআইএম পেয়েছিল ১৫ টি তৃণমূল কংগ্রেস পেয়েছিল ১১টি আসন) ২০১১ তেই রাজ্যের পালাবদল হয়েছিল বামপন্থীরা বিদায় নিয়ে বর্তমান শাসক দল তৃণমূল কংগ্রেস ক্ষমতায় ছিলেন । নির্বাচনে হলদিয়া শিল্পাঞ্চল এলাকায় বামপন্থীদের বোর্ড গঠন করবে শাসক দলের কেউই ভাবতে পারেনি।
সেই সময় দায়িত্বে ছিলেন বর্তমান রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তৃণমূলের একক ছত্র হিসেবে হলদিয়ার ডেভেলপমেন্ট অথোরিটি চেয়ারম্যান ।
২০১৫ সালে হলদিয়া পৌরসভার অনাস্থা ডাকেন সেই সময়কালে হলদিয়া পৌরসভার বিরোধী কাউন্সিলর দেবপ্রসাদ মন্ডল। ভোটাভুটিতে পরাজয় হয়েছিলেন বামপন্থী তথা চেয়ারম্যান তমালিকা পণ্ডা শেঠ চেয়ারম্যান হলেন ২০১৫ সালে তৃণমূল কংগ্রেসের প্রথম চেয়ারম্যান দেবপ্রসাদ মন্ডল। ২০১৭ সালে পুনরায় হলদিয়া পৌরসভার নির্বাচন হয় সেখানে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ২৯ শে ২৯ টি আসন পেলেন তৃণমূল কংগ্রেস।
২০১২ সালে বামপন্থী সিপিআইএমের টিকিটের যারা জয়লাভ করেছিলেন সেই সময় অনাস্থা ভোটের পাঁচজন তৃণমূল কংগ্রেসকে সমর্থন করেছিলেন। তাদের মধ্যে একজন ২০১৭ সালে নির্বাচনে ভোটে দাঁড়ালেন না বাকি চারজনের টিকিট পেয়েছিলেন শুভেন্দু অধিকারীর কথা মত। যার হাত ধরে সিপিএম থেকে তৃণমূলে এসেছিলেন সেই সকল কাউন্সিলাররা তারা কি এবারের টিকিট পাচ্ছেন?
বর্তমানে শুভেন্দু অধিকারী বিরোধীদলের দলনেতা এবারের টিকিট পাওয়ার পরও তারা শুভেন্দু অধিকারীর কথামতো অন্য দলে চলে যাবে না তো? সে নিয়ে চলছে জোর জল্পনা কারা টিকিট পাবেন নতুন মুখ না পুরাতন যারা ছিলেন তাদের মধ্যে টিকিট পাবেন চলছে গুঞ্জন। কেউ কাহকে বিশ্বাস করতে পারছ না । তাই রাজ্য সরকার যথাসময়ে ভোট না করে প্রশাসক নিয়োগ করে ছিলেন ।দেখতে দেখতে প্রায় এক বছর হতে চলল। ভোট কবে হবে চর্চা হচ্ছিল। গ্রাম পঞ্চায়েত ভোট শেষ হয়েছে। পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ শাসক দল নিজের আয়ত্তে রেখেছে। গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি কয়েকটি আসন বিরোধীরা দখল করেছে। বেশিরভাগ রয়ে গেছে শাসক দলের আধিপত্য । আর তার জন্যই সকলেই উদগ্রী হয়ে রয়েছেন এবারে হবে হলদিয়া পৌরসভা নির্বাচন। নির্বাচন ঘোষণা কবে হবে সে নিয়েও চলছে জোর গুঞ্জন। বিশেষ সূত্রে জানা যায় হলদিয়া পৌরসভার ভোট ঘোষণা হতে চলেছে চলতি মাসেই ২৩ থেকে ২৬ শে জুলাই এর মধ্যে। তাহলে কারা টিকিট পাবেন? সে নিয়ে এখন নিজেদের মধ্যে চলছে দলের একনিষ্ঠ কর্মী প্রমাণ দেওয়ার কাজ।।
No comments