Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

হলদিয়া উন্নয়ন ব্লক জেলা পরিষদের দুটি আসন তৃণমূলের দখলে

হলদিয়া উন্নয়ন ব্লক জেলা পরিষদের দুটি আসন তৃণমূলের দখলেহলদিয়া পঞ্চায়েত সমিতির অন্তর্গত চারটি গ্রাম পঞ্চায়েতে দুটি জেলা পরিষদের প্রার্থী ছিলেন সকাল থেকে ভোট গণনা শুরু হয়েছিল প্রথমে গ্রাম পঞ্চায়েত পরে পঞ্চায়েত সমিতি এবং শেষ …

 




হলদিয়া উন্নয়ন ব্লক জেলা পরিষদের দুটি আসন তৃণমূলের দখলে

হলদিয়া পঞ্চায়েত সমিতির অন্তর্গত চারটি গ্রাম পঞ্চায়েতে দুটি জেলা পরিষদের প্রার্থী ছিলেন সকাল থেকে ভোট গণনা শুরু হয়েছিল প্রথমে গ্রাম পঞ্চায়েত পরে পঞ্চায়েত সমিতি এবং শেষ জেলা পরিষদের ভোট গণনা চলছে  গভীর রাত্রি পর্যন্ত । বৃষ্টি পড়ছে কর্মী সমর্থকরা ভোট কাউন্টিং থেকে কেউ বাড়ি যাচ্ছে না শেষ ফলাফল নেওয়ার জন্য সকলেই উদগীব হয়ে দাঁড়িয়ে রয়েছেন বৃষ্টিকে উপেক্ষা করে।

কে জিতবে হলদিয়া পঞ্চায়েত সমিতি এলাকায় ইতিমধ্যে দুটি পঞ্চায়েত সমিতি বার উত্তর হিংলি এবং দৌলপোতা অঞ্চল দখলে নিয়েছেন বিজেপি। দেবো ও চকদিপা অঞ্চল দখলে রেখেছে সারসং দল তৃণমূল। পঞ্চায়েত সমিতি বারটি আসনের মধ্যে পাঁচটি আসন জয়লাভ করেছে বিজেপি ছাত্রী আসন রয়েছে শাসক দল তৃণমূলের।

শেষ খবর অনুযায়ী জেলা পরিষদের দুটি আসন তৃণমূলের দখলেই গেল বিজেপি প্রার্থী সোমনাথ ভূঁইয়া কে হারিয়ে জয়লাভ করলো শিক্ষক-ভাবতোষ পাত্র। অপরদিকে তৃণমূল কংগ্রেসের শান্তি বারিক জয়লাভ করেছেন।

হলদিয়া উন্নয়ন ব্লকের প্রাক্তন শিক্ষক আলোক রঞ্জন দাস বলেন শাসক দল তৃণমূলের বিরুদ্ধে বহু কুৎসা করা হয়েছিল। জেলা পরিষদের প্রার্থীদের নিয়ে বহু রকম মন্তব্য করা হয়েছিল।

 কিন্তু গ্রামের মানুষ বাংলার মায়েরা তারা সঠিক সিদ্ধান্ত নিয়ে ব্যাপক ভোটেই আমাদের ব্লকের দুটি জেলা পরিষদের প্রার্থী  শান্তি বারিক ও ভবতোষ পাত্র জয় লাভ করেছেন এ জয় জনগণের জয় মা মাটি মানুষের জয়।

তিনি আরো বলেন জেলা পরিষদের মোট আসন ৭০ টি তার মধ্যে তৃণমূল কংগ্রেস পেয়েছে ৫৬টি বিজেপি পেয়েছেন  ১৪ টি। জেলাতে পুনরায় জেলা পরিষদ গঠন করবে মমতা বন্দ্যোপাধ্যায়ের স্নেহধন্য তৃণমূল কংগ্রেসের প্রার্থীরাই।

No comments