Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

এক নজরে সুতাহাটা গ্রামপঞ্চায়েত সমিতি

এক নজরে সুতাহাটা গ্রামপঞ্চায়েত সমিতিসুতাহাটা ব্লকে মোট গ্রাম পঞ্চায়েত -৬টিচৈতন্যপুর গ্রাম পঞ্চায়েত (মোট আসন-২৯) :তৃণমূল -১১, বিজেপি-১৮, জয়ী বিজেপি। আশদতলিয়া গ্রাম পঞ্চয়েত (মোট আসন-৭) : তৃণমূল-৬, বিজেপি-১, জয়ী তৃণমূল।কুঁকড়…

 



এক নজরে সুতাহাটা গ্রামপঞ্চায়েত সমিতি

সুতাহাটা ব্লকে মোট গ্রাম পঞ্চায়েত -৬টি

চৈতন্যপুর গ্রাম পঞ্চায়েত (মোট আসন-২৯) :

তৃণমূল -১১, বিজেপি-১৮, জয়ী বিজেপি।

 আশদতলিয়া গ্রাম পঞ্চয়েত (মোট আসন-৭) : তৃণমূল-৬, বিজেপি-১, জয়ী তৃণমূল।

কুঁকড়াহাটি গ্রাম পঞ্চায়েত (মোট আসন-২৩): তৃণমূল-১০, বিজেপি-১১, সিপিএম-২, ত্রিশঙ্কু ।

গুয়াবেড়িয়া গ্রাম পঞ্চায়েত (মোট আসন-২৫) :

তৃণমূল-১৮, বিজেপি-৭, জয়ী তৃণমূল।

হোড়খালি গ্রাম পঞ্চায়েত (মোট আসন-২১) : তৃণমূল -১৩, বিজেপি-৮, জয়ী তৃণমূল। 

জয়নগর গ্রাম পঞ্চায়েত (মোট আসন-১০) : তৃণমূল-৭, বিজেপি-৩, জয়ী তৃণমূল।


No comments