চাঁদ না ফাঁদ - দেবাশিস পাহাড়ী
চাঁদ নিয়ে একটা ছড়া
চাঁদ না ফাঁদ
লেখা ও ছবি ( জল রঙে আঁকা) : দেবাশিস পাহাড়ী
এই যে রতন শুনতে পেলাম …
চাঁদ না ফাঁদ - দেবাশিস পাহাড়ী
চাঁদ নিয়ে একটা ছড়া
চাঁদ না ফাঁদ
লেখা ও ছবি ( জল রঙে আঁকা) :
দেবাশিস পাহাড়ী
এই যে রতন শুনতে পেলাম
জায়গা কিনছ চাঁদে
তাহলে ভাই শুভেচ্ছা নাও
কাটিও নির্বিবাদে।
দিনের বেলায় বড্ড গরম
বেজায় ঠাণ্ডা রাতে
যেমন ঘেমে একসা হবে,
দাঁতও লাগবে দাঁতে।
ভোরবেলাতে হাঁটার কথা
ভাবছ চাঁদের পিঠে
ভীষণ কঠিন কর্মখানি,
নয় সে কাঁচামিঠে।
চাঁদের মাটি সমতল নয়
ভরা টিলায়, খাদে ---
আটকে তুমি যাবেই যাবে
অভিকর্ষের ফাঁদে।
চাঁদের এত স্নিগ্ধ আলো
তাও নিজের নয়;
তেজে ভরা সৌরকিরণ
বইতে তাকে হয়।
চাঁদের টানে জোয়ার ভাঁটা
ঋতুর বদল ঘটে,
চাঁদকে নিয়ে নানান গল্প,
কত কাহিনীই রটে।
অক্সিজেন পাবে না চাঁদে
হাইড্রোজেনে ঠাসা
কেমন করে বানাবে ভেবো
প্রাসাদোপম বাসা!
চাঁদ কি কেবল কাটিয়ে থাকে
নিকষ অমানিশা?
চাঁদের আলো অনেক জীবের
চলাফেরার দিশা।
চাঁদের পৃষ্ঠ ধাতুর আকর
খনিজের সম্ভার ---
সম্ভাবনা আছে জমির
দর দাম কমবার?
চাঁদের গ্রহণ জেনে নিও
লেখা বই এর পাতায়,
সংস্কারের কালো চাদর
ঢেকে রেখো না মাথায়।
রূপকথার ঐ গল্পে শোনা
চরকাকাটা বুড়ি ---
তোমার হাতে ধরিয়ে দিলে
ঠোঙায় ভরা মুড়ি,
এক্কেবারে থুড়ি;
ওরা পাহাড় গর্তে থাকা
জমাটবদ্ধ নুড়ি।
No comments