Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

দ্বিতীয়া থেকে শুরু হবে রথের মেলা

দ্বিতীয়া থেকে শুরু হবে রথের মেলা
রথযাত্রার দ্বিতীয়া্য আষাঢ় মাসে আয়োজিত অন্যতম প্রধান হিন্দু উৎসব রথযাত্রা। ভারতের উড়িষ্যা ঝাড়খন্ড পশ্চিমবঙ্গ এবং পশ্চিমবঙ্গ বাংলাদেশ এই উৎসব বিশেষভাবে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হয় ।এছা…

 




দ্বিতীয়া থেকে শুরু হবে রথের মেলা


রথযাত্রার দ্বিতীয়া্য আষাঢ় মাসে আয়োজিত অন্যতম প্রধান হিন্দু উৎসব রথযাত্রা। ভারতের উড়িষ্যা ঝাড়খন্ড পশ্চিমবঙ্গ এবং পশ্চিমবঙ্গ বাংলাদেশ এই উৎসব বিশেষভাবে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হয় ।এছাড়া ইসকনের ব্যাপক প্রচার জন্য এখন একটি বিশ্বব্যাপী অনুষ্ঠিত হয় ইসকনের রথ ইসকনের যেখানে যেখানে শাখা রয়েছে সেখানেই রথযাত্রা সংঘটিত হয়।

 বৃন্দাবন প্রত্যাবর্তদের স্মরণ এই উৎসবকে আয়োজিত হয়ে থাকে ভারতের সর্বাধিক প্রসিদ্ধ রথযাত্রা পুরি শহরে জগন্নাথ মন্দিরের রথযাত্রা। পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার ২৮৯ বৎসরের মহিষাদল রথ, শ্রীরামপুর শহরের মাহেশের রথযাত্রা গুপ্তিপাড়ায় বৃন্দাবন চন্দ্র মঠের রথ, কলিকাতার রথ বাংলাদেশের ইসকন রথ ধামরাই জগন্নাথ রথ এছাড়া শিল্পশহর হলদিয়া সুতাহাটা একতা উৎসব হলদিয়া টাউনশিপ বাজার কমিটির রথ, চকদ্বীপা  পূর্বপল্লীর রথ ব্রজলাল চক হাই রোড বাজার কমিটির রথ, ক্ষুদিরামনগরের  লক্ষীনারায়ণ ও রথ কমিটির , বিভিন্ন মাঙ্গলিক অনুষ্ঠানের মধ্য দিয়ে আকর্ষণ করেছে এলাকার মানুষের। ছাড়া শিল্প শহরের অলিতে গলিতে রাস্তায় ছোট থেকে বড় আট থেকে আশি সকলেই রথ নিয়ে মাতামাতি করে।

 এবারের নতুন রথ  শিল্প শহরে সংযোজন হয়েছে হলদিয়া রাধা পার্থ সারথি ইসকন রথ। রথ কে কেন্দ্র করে বিভিন্ন জায়গায় উল্টো রথ পর্যন্ত মেলা বসে যায়।

বর্ষা পড়ার আগেই এই রথের মেলা জমজমাট হয়ে ওঠে বিভিন্ন চারা গাছ বিক্রি মেলা মানে আমার কাঁঠালের মেলা। আষাঢ় মাসের আম কাঠাল একটা মেলার অঙ্গ হিসেবে গড়ে ওঠে। নতুন বিবাহ দেওয়ার পর আম ও কাঠালের জোগাড় দেওয়ার প্রবণতা রয়েছে। এই সময়ে কারণেই এই সময়ে আম এবং কাঁঠাল প্রচুর আমদানি হয়ে থাকে।

সারা বছর জগন্নাথ বলরাম সুভদ্রা মন্দিরের মধ্যেই থাকেন। ভক্তদের কাছে পৌঁছে যাবার জন্য এই সময় মন্দির থেকে বেরিয়ে রাজপথে সকল পূরনার্থীদের জন্য আশীর্বাদের করার জন্য তিনি রাস্তায় নেমে আসেন। জগন্নাথ বলরাম সুভদ্রার কাছে গিয়ে কেউ দেখতে পায় না তাই রশ্মিতে টান দিলে বা ছুয়ে দিলেই তাদের অনেকটাই পূর্ণ লাভ হয় বলে ইসকন ভক্তরা জানান।

No comments