Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

শ্রমিকদের সুখ দুঃখের কথা শুনেন আশরফ আলী

শ্রমিকদের সুখ দুঃখের কথা শুনেন আশরফ আলী 

ভিডিও দেখতে ক্লিক করুনhttps://youtu.be/2Gv1FHy6Rl0হলদিয়া বন্দরে কাজের সমস্যা সমাধান এগিয়ে এলেন বন্দরের ক্লিয়ারিং এজেন্ট ফাইভ স্টার। হলদিয়া বন্দরে চুক্তি রয়েছে কোন সংস্থা পরিবর্তন হতে প…

 


শ্রমিকদের সুখ দুঃখের কথা শুনেন আশরফ আলী 



ভিডিও দেখতে ক্লিক করুন

https://youtu.be/2Gv1FHy6Rl0

হলদিয়া বন্দরে কাজের সমস্যা সমাধান এগিয়ে এলেন বন্দরের ক্লিয়ারিং এজেন্ট ফাইভ স্টার। হলদিয়া বন্দরে চুক্তি রয়েছে কোন সংস্থা পরিবর্তন হতে পারে কিন্তু শ্রমিক থাকবে সেই সকল কাজেই। সেই নিয়েই জটিলতা। ফাইভ স্টার গ্রুপ অফ কোম্পানি কাজের বরাত পেয়েছেন কিন্তু শ্রমিক কোথা থেকে আসবে? বন্দরের ভিতরে শ্রমিক আসন্তোষ লেগেই রয়েছে। শ্রমিকদের মধ্যে ক্ষোভ রয়েছে। এ এম এন্টারপ্রাইজ  সংস্থা দীর্ঘ ২০ বছর তাদের শ্রমিকদের নিয়ে কোন আলাপ আলোচনা করেননি। তাদের পোশাক জুতো হেলমেট পাওয়া নিয়ে সমস্যা। এছাড়া সুপারভাইজারদের অশালীন ব্যবহারে ক্ষুব্ধ শ্রমিক মহল। সে কারণেই শ্রমিক অসন্তোষ ছিলই।

 নতুন সংস্থা ফাইভ স্টার গ্রুপ অফ কোম্পানি কাজ পাওয়াতে নড়েচড়ে বসলেন এ এম এন্টারপ্রাইজ কিন্তু কাজ তো পেয়েছে টেন্ডার দিয়েই। স্বাভাবিকভাবেই সরকারি সিদ্ধান্তে যে কাজের বরাত পাবে তাকে ছেড়ে দিতেই হবে। এ এম এন্টারপ্রাইজ এর শ্রমিকরা দেখতে দেখতে প্রায় পাঁচ শতাধিক ফাইভ স্টার গ্রুপ অফ কোম্পানি গত ১ জুন থেকে তাদের কাজের নিয়োগ পত্র নিয়েছেন। কাজ নিয়ে সমস্যা, শ্রমিক নিয়ে সমস্যা, সে কারণে ই ফাইভ স্টার গ্রুপ অফ কোম্পানি ম্যানেজিং ডাইরেক্টর আশরাফ আলী জানান আমরা জেলা শাসকের নিকট আবেদন করেছিলাম শ্রমিক সংক্রান্ত বিষয় নিয়ে নবান্ন থেকে তৈরি করা জেলা শাসক কে মাথায় রেখে কমিটি গঠন করা হয়েছে । শ্রমিকের সমস্যা শ্রমিক নিয়োগ কাজ নিয়ে দেখভাল করার জন্য সরকারি একটি পোর্টাল খোলা হয়েছে। সে জন্যই রাত কাটলেই পূর্ব মেদিনীপুর জেলাশাসক এবং জেলা সুপারিন্টেড পুলিশ অফিসার দুই সংস্থা কে নিয়ে সভা করবেন বলে জানা যায়। আজ শ্রমিকদের নিয়ে রানিচক অফিসেই শ্রমিকদের সমস্যা কাজ নিয়ে এবং সমাধান সূত্রে আলোচনায় বসলেন ফাইভ স্টার গ্রুপ অফ কোম্পানি ম্যানেজিং ডাইরেক্টর শেখ আশরফ আলী।

No comments