Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

চ্যারিটিবল ট্রাস্ট এর উদ্যোগে দুই রাজ্যে চলবে রথ

চ্যারিটিবল ট্রাস্ট এর উদ্যোগে দুই রাজ্যে চলবে রথভিডিও দেখতে ক্লিক করুনhttps://youtu.be/HUVVocIDZBcদ্বিতীয় রথযাত্রা শুরু হবে সেজন্যই শেষ মুহূর্তে প্রস্তুতি নিচ্ছেন রথযাত্রা কমিটি । হলদিয়া নর নারায়ণ সেবা চ্যারিটেবল  ট্রাস্ট পূর্…

 


চ্যারিটিবল ট্রাস্ট এর উদ্যোগে দুই রাজ্যে চলবে রথ

ভিডিও দেখতে ক্লিক করুন

https://youtu.be/HUVVocIDZBc

দ্বিতীয় রথযাত্রা শুরু হবে সেজন্যই শেষ মুহূর্তে প্রস্তুতি নিচ্ছেন রথযাত্রা কমিটি । হলদিয়া নর নারায়ণ সেবা চ্যারিটেবল  ট্রাস্ট পূর্ব মেদিনীপুরে অবস্থিত। ট্রাস্টের উদ্যোগে রথযাত্রা উৎসব হবে বৃন্দাবন ধামে। ১৯ শে জুন লেদ উৎসব বা রথ পুজোর মধ্য দিয়ে রথযাত্রার সূচনা হবে। ২০ শে জুন রথযাত্রা উৎসব এক সপ্তাহ পরে উল্টোরথ দুই রথকে মিলে এখন গৌরাঙ্গ ধাম বৃন্দাবন ধাম সেজে উঠেছে।  পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া থেকে বহু মানুষ  নরনারায়ণ চ্যারিটেবল বৃন্দাবন ধামে পৌঁছে গেছেন রথ টানার জন্য।

বিজ্ঞাপন



দ্বিতীয় রথ এবং পরে উল্টোরথ দুই রথ কেন্দ্র করে উত্তর প্রদেশ বৃন্দাবন ধানে রথযাত্রা উৎসব অনুষ্ঠিত হবে। নর নারায়ণ সেবা চ্যারিটিবল ট্রাস্টের উদ্যোগে এ বছর  উত্তর প্রদেশ প্রভু প্রাদ সেবা কুঞ্জ বৃন্দাবন ধাম।বৃন্দাবন ধামে রথযাত্রার সূচনা হবে 

এছাড়া চ্যারিটিবল ট্রাস্ট পূর্ব মেদিনীপুর জেলার ডালিম্বচক গৌরাঙ্গ ধাম সন্নিকটে পূর্ণিমার রথ টানা হবে। পূজার অর্ঘ্য নিবেদনের পর শ্রীমৎ ভাগবত গীতা বিতরণ মহাপ্রসাদ বিতরণ হবে। বড় রথ দ্বিতীয়া রথের ১৫ দিন পরেই পূর্ণিমার রথ। দুই রথ কে কেন্দ্র করে নরনারায়ন চারিটেবল ট্রাস্টে উদ্যোগে এখন চলছে জোর তৎপরতা।

 উত্তর প্রদেশ বৃন্দাবন ধামে রথ এবং পূর্ণিমার রথ টানা হবে গৌরাঙ্গ ধাম নিকট ডালিম্ব  চকে। জানালেন নর নারায়ণ সেবা চ্যারিটেবল ট্রাস্টের সম্পাদক মিঠু মন্ডল দাস। 

No comments