রথ যাত্রার বিশেষ আকর্ষণ হলদিয়া ইসকনের রথযাত্রারথযাত্রা লোকারণ্য মহা ধুমধাম, ভক্তেরা লুটায়ে সবে করিছে প্রণাম ।রথ বলে আমি দেব পথ বলে আমি মূর্তি বলে আমি দেব হাসে অন্তর্যামী ।
ভিডিও দেখতে ক্লিক করুনhttps://youtu.be/WjvNVisG9AEপ্রথম…
রথ যাত্রার বিশেষ আকর্ষণ হলদিয়া ইসকনের রথযাত্রা
রথযাত্রা লোকারণ্য মহা ধুমধাম, ভক্তেরা লুটায়ে সবে করিছে প্রণাম ।রথ বলে আমি দেব পথ বলে আমি মূর্তি বলে আমি দেব হাসে অন্তর্যামী ।
ভিডিও দেখতে ক্লিক করুন
https://youtu.be/WjvNVisG9AE
প্রথম বছর রথযাত্রার শুভ সূচনা হবে হলদিয়া ইসকনের উদ্যোগে, জগন্নাথ বলরাম সুভদ্রা, স্নান যাত্রা দিয়ে শুরু হয়েছে ইসকন হলদিয়া পার্থসারথি মন্দিরে বিভিন্ন আচার অনুষ্ঠান মায়াপুর ইসকনের তৈরি হয়েছে নতুন রথ হলদিয়া ইসকন মন্দিরে।
হলদিয়া ইসকন মন্দিরে ১৯ শে জুন রথ পুজোর মধ্য দিয়ে রথের সূচনা হবে চলবে উল্টোরথ পর্যন্ত ন দিন ধরে ইসকন মন্দির প্রাঙ্গণে এবারের প্রথম হলদিয়াতে রথের মেলা হবে। আগত ভক্তদের মহাপ্রসাদ খাওয়ার জন্য ব্যবস্থা করেছেন। ইসকন হলদিয়া রাধা পার্থ সারথী মন্দির কর্তৃপক্ষ।
বিজ্ঞাপন
ভক্তদের রথে যুক্ত করার জন্য ইসকন হলদিয়া মন্দির কর্তৃপক্ষ বিভিন্ন ভাবে তারা রথের আনুষঙ্গিক পূজার্চনা সাজানোর জন্য একটি তালিকা ও প্রকাশ করেছেন। সকলের উপস্থিতি সহযোগিতা নিয়েই হলদিয়া ইসকন প্রথম রথের সূচনা হবে দীর্ঘ প্রায় ৪ কিলোমিটার হলদিয়ার মধ্যস্থল সিটি সেন্টার থেকে সূচনা হবে ইসকন মন্দির পর্যন্ত।
রথের মেলা শুরু হবে মায়াপুর ইসকন মন্দিরের নিয়ম অনুযায়ী রথ টানার কাজ। তবে রথ টানতে অসুবিধা হবে না ভক্তদের কাঠের চাকার পরিবর্তে রয়েছে গাড়ির টায়ার চাকা সুভদ্রা বলরাম জগন্নাথ কে নিয়ে ভক্তরা রথের দড়িতে টান দিলেই ছুটবে রথ।
পূর্ব মেদিনীপুর জেলার ঐতিহ্যবাহী ২৮৯ বছরের মহিষাদলের রথ এছাড়াও বিভিন্ন জায়গায় আরো বহু রথ রয়েছে কিন্তু এবারের ইসকনের রথ যেন আলাদা মাত্রা নিতে চলেছে। ইসকন ভক্তদের কাছে গীতা একাডেমী ও নাম ভট্ট সকলেই মিলে এবারের রথযাত্রা উৎসব হবে। শিল্প শহর হলদিয়ার প্রথম বছর মন্দিরে বিগ্রহ প্রতিষ্ঠা হয়েছে। ২রা জুন পবিত্র স্নান যাত্রা জগন্নাথ বলরাম সুভদ্রা কে দোলাতে দোলাতে ইসকন ভক্তরা স্নানযাত্রায় মেতে ছিলেন। ১৫ দিন ধরে রথের আনুষাঙ্গিক মেলা পূজার্চনা ভোগ নিবেদন এবং মেলাকে কেন্দ্র করে এবারে থাকছে আনন্দদায়ক বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান। ইসকন মন্দিরের পাশাপাশি কিছু অসাধু পকেটমার চোর ইতিমধ্যে আনাগোনা শুরু হয়েছে কয়েকজন ভক্তের সোনার চেন এবং মোবাইল ছিনতাই ঘটনা ঘটেছে। পুলিশ প্রশাসন এবং ইসকন ভক্ত স্বেচ্ছাসেবক সকলেই কড়া নজর রাখেছেন এছাড়া মেলা প্রাঙ্গণ সিসি ক্যামেরায় নজরদারি হবে বলে জানা যায়। এবারের শিল্প শহর হলদিয়ায় প্রথম হলদিয়া ইসকন মন্দিরের রথযাত্রার সূচনা বিভিন্ন মন্ত্রিদয় এছাড়াও ইসকন প্রভুদের উপস্থিতিতে শুরু হবে রাধা পার্থ সারথী মন্দিরের রথযাত্রা।
No comments