জগন্নাথ দেবের স্নান যাত্রা এবং রথযাত্রার কেন্দ্র করে বসছে হলদিয়ায় ৯ দিনের মেলামেদিনীপুর জেলার হলদিয়া পৌরসভা বন বিষ্ণুপুর এলাকায় ইসকনের মন্দির প্রতিষ্ঠা হয়েছে শ্রী শ্রী রাধা পার্থসারথী মন্দির নভেম্বর ২০২২ মন্দিরে প্রাণ প্রতিষ…
জগন্নাথ দেবের স্নান যাত্রা এবং রথযাত্রার কেন্দ্র করে বসছে হলদিয়ায় ৯ দিনের মেলা
মেদিনীপুর জেলার হলদিয়া পৌরসভা বন বিষ্ণুপুর এলাকায় ইসকনের মন্দির প্রতিষ্ঠা হয়েছে শ্রী শ্রী রাধা পার্থসারথী মন্দির নভেম্বর ২০২২ মন্দিরে প্রাণ প্রতিষ্ঠা হয়েছে বিগ্রহের। জ্যেষ্ঠ মাসের পূর্ণিমার মহা পূর্ণ লগ্নে শ্রী শ্রী জগন্নাথ দেব, সুভদ্রা এবং বলরামের স্না যাত্রা অনুষ্ঠিত হবে। ৪ঠা জুন ২০ শে জ্যৈষ্ঠ সকাল থেকেই স্নান যাত্রা শুরু হবে বৈদ্যিক মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে । জানালেন হলদিয়া ইসকন রাধাপার্থ সারথী মন্দিরের অন্যতম কর্মকর্তা।
No comments