Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ট্রেন দুর্ঘটনা আহত অবস্থায় বাড়ি ফিরলেন মহিষাদলের যুবক

ট্রেন দুর্ঘটনা আহত অবস্থায় বাড়ি ফিরলেন মহিষাদলের যুবকভিডিও দেখতে ক্লিক করুন।https://youtu.be/wmiFpoAYnGgনতুন বাড়ি বাড়ি বানিয়ে বহু টাকা দেনা হয়ে যায়। মহিষাদল ব্লকে ইটামগরা গ্রাম পঞ্চায়েতের তের পাড়া জলপাই২৮ বছরের কৃষ্ণপ্রস…

 



ট্রেন দুর্ঘটনা আহত অবস্থায় বাড়ি ফিরলেন মহিষাদলের যুবক

ভিডিও দেখতে ক্লিক করুন।

https://youtu.be/wmiFpoAYnGg

নতুন বাড়ি বাড়ি বানিয়ে বহু টাকা দেনা হয়ে যায়। মহিষাদল ব্লকে ইটামগরা গ্রাম পঞ্চায়েতের তের পাড়া জলপাই২৮ বছরের কৃষ্ণপ্রসাদ ভুঁইয়ার । ঋণের জর্জরিত পাওনাদাররা বারবার তাগিধা দিচ্ছে ঋণ শোধ করার জন্য চেন্নাইয়ের উদ্দেশ্যে পাড়ি দিয়েছিলেন সেখানে বিস্কুটের কারখানায় কাজ করতেন বাড়ি ফিরে এসেছিলেন ।কাজে যাওয়ার সময় ওড়িশার বালেশ্বর ট্রেন দুর্ঘটনায় পড়ে। গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়।

স্থানীয়দের সহযোগিতায় গুরুতর অসুস্থ অবস্থায় দুপুরে বাড়ি ফিরেছেন কৃষ্ণ প্রসাদ ভূঁইয়া। বর্তমানে তার শারীরিক অবস্থা খুবই খারাপ তাকে ঘুমের ইনজেকশন দিয়ে ঘুম পাড়ানো হয়েছে এই খবর পেতেই এলাকার আত্মীয়-স্বজন তাকে দেখার জন্য ছুটে আসছে ভিড় জমিয়েছে। প্রসঙ্গত চেন্নাই বালেশ্বর এ ট্রেন দুর্ঘটনায় শতাধিক উপর মৃত্যু এবং কয়েক শত জন আহত রয়েছে হলদিয়া বাসুদেবপুর গ্রামে একজন নিখোঁজ রয়েছেন সহ বিভিন্ন ভাবে প্রচার করছেন।


No comments