হলদিয়া বন্দরের শ্রমিকদের উপর নির্যাতন নিপীড়নের প্রতিবাদে কাজ বন্ধ রেখে বিক্ষোভভিডিও দেখতে ক্লিক করুনhttps://youtu.be/7fqdNrPE-aIহলদিয়া বন্দরের শ্রমিকদের উপর অকথ্য গালিগালাজ নির্যাতন নিপীড়ন করে রিপ্লেএন্ড কোম্পানি।কথায় কথায় …
হলদিয়া বন্দরের শ্রমিকদের উপর নির্যাতন নিপীড়নের প্রতিবাদে কাজ বন্ধ রেখে বিক্ষোভ
ভিডিও দেখতে ক্লিক করুন
https://youtu.be/7fqdNrPE-aI
হলদিয়া বন্দরের শ্রমিকদের উপর অকথ্য গালিগালাজ নির্যাতন নিপীড়ন করে রিপ্লেএন্ড কোম্পানি।কথায় কথায় তাদের গেট পাস কাড়িয়ে নেয়। অন্যায়ের প্রতিবাদ জানিয়ে ২ টা থেকে কাজ বন্ধ রেখে শ্রমিকরা হলদিয়া বন্দরের গেটের সামনে বিক্ষোভ দেখালেন। দীর্ঘক্ষণ কাজ বন্ধ হয়েছে বন্দরের ভিতরে। সারি সারি জাহাজ দাঁড়িয়ে রয়েছে। শ্রমিকদের রিপ্লে এণ্ড কোম্পানি সংস্থার লোকেরা শ্রমিকদের সঙ্গে এসে কথা বলুক।
প্রসঙ্গত, গত ২৯ শে মে রবীন্দ্রনাথ ধাড়া কারখানা কাজের সাইডে ই কোম্পানির কর্তৃপক্ষের সঙ্গে কাজ নিয়ে বচসা হয়। তারই পরিপেক্ষিতে আজ ৩০ শে মে সকালে যখন ডিউটি ছেড়ে বেরোনোর সময় তার গেট পাশ লক করে দিয়েছে বলে অভিযোগ আর সে নিয়ে হলদিয়া রিপ্লে অ্যান্ড কোম্পানির সমস্ত শ্রমিকরা দুটো থেকে কাজ বন্ধ রেখে গেটের সামনে বিক্ষোভ দেখালেন।
আইএনটিটিইউসি প্রত্যেকটি গেটে, কারখানায় কমিটি গঠন করেছেন। কিন্তু বন্দরের ভিতরে কয়েক হাজার শ্রমিক যারা লোডিং আনলোডিং সঙ্গে যুক্ত থাকেন তাদের কোন প্রতিনিধি নির্বাচন করা হয়নি। দীর্ঘদিন কাজ করছেন তাদের বেতন চুক্তি থেকে শুরু করে বিভিন্ন পি এফ ই এস আই ঠিকঠাক পাচ্ছেন না বলে অভিযোগ। বিএমএস রাজ্য সহ সভাপতি প্রদীপ বিজলী বলেন আইএনটিটিইউসি নেতৃত্বরা যেখানে মধু পায় সেখানেই ছুটে যায় । হাজার হাজার শ্রমিক কাজ করছেন বন্দরের ভিতরে তাদের নিরাপত্তা তাদের বেতন চুক্তি সহ বিভিন্ন দাবি-দাওয়া দেখার কেউ নেই।
No comments