যুবদের স্বাক্ষর সংগ্রহ অভিযান জেলাজুড়ে
তুষার কান্তি খাঁ, বহরমপুর, : রাজ্য জুড়ে দুর্নীতি ও অপশাসনের বিরুদ্ধে গ্রামে গ্রামে স্বাক্ষর সংগ্রহ ও জনসংযোগ কর্মসূচি গ্রহণ করলো ডি ওয়াই এফ আই জীবন্তি লোকাল কমিটি, বহরমপুর পূর্ব লোকাল কমি…
যুবদের স্বাক্ষর সংগ্রহ অভিযান জেলাজুড়ে
তুষার কান্তি খাঁ, বহরমপুর, : রাজ্য জুড়ে দুর্নীতি ও অপশাসনের বিরুদ্ধে গ্রামে গ্রামে স্বাক্ষর সংগ্রহ ও জনসংযোগ কর্মসূচি গ্রহণ করলো ডি ওয়াই এফ আই জীবন্তি লোকাল কমিটি, বহরমপুর পূর্ব লোকাল কমিটি, কান্দি লোকাল কমিটি ,বহরমপুর পূর্ব লোকাল কমিটি ,পলসনডা লোকাল কমিটি, লালগোলা দক্ষিণ লোকাল কমিটি, সুতি ১ লোকাল কমিটি, বহরমপুর পশ্চিম লোকাল কমিটি, হরিহরপাড়া লোকাল কমিটি, জিবন্তি লোকাল কমিটি, লালগোলা উত্তর লোকাল কমিটির সদস্যরা। তারা হোসনাবাদ মেদিয়াপাড়া গ্রাম, গাঁতলা গ্রাম ,রুকুনপুর গ্রাম, সাটুই ,চাঁদের পাড়া, হারুয়া, দৌলতপুর, আড়াইমারী, ভগবানপুর, পলসনডা, হাতিনগর ,বকুলতলা বাজার, মোল্লাপাড়া মোড়, বানী নাথপুর প্রভৃতি গ্রামে স্বাক্ষর সংগ্রহের মাধ্যমে জনসংযোগ কর্মসূচি গ্রহণ করে ।
No comments