শিল্প শহর হলদিয়া কবি সাহিত্যিক অরুন কুমার দাস উদ্যোগে সাহিত্য উৎসবপূর্ব মেদনীপুর জেলার হলদিয়ায় হাসনুহানা সাহিত্য পত্রিকা পঞ্চম সংখ্যা বসন্ত সংখ্যার আত্মপ্রকাশ ঘটল। সুতাহাটা রঘুনাথপুর জুনিয়র হাই স্কুলে দুপুর থেকে শুরু হয়েছিল …
শিল্প শহর হলদিয়া কবি সাহিত্যিক অরুন কুমার দাস উদ্যোগে সাহিত্য উৎসব
পূর্ব মেদনীপুর জেলার হলদিয়ায় হাসনুহানা সাহিত্য পত্রিকা পঞ্চম সংখ্যা বসন্ত সংখ্যার আত্মপ্রকাশ ঘটল। সুতাহাটা রঘুনাথপুর জুনিয়র হাই স্কুলে দুপুর থেকে শুরু হয়েছিল সাহিত্য সভা জেলা বিভিন্ন কবি সাহিত্যিক এই সভায় উপস্থিত ছিলেন।
পত্রিকার পক্ষ থেকে কবি সাহিত্যিকদের সম্বর্ধনা জ্ঞাপন করা হয়। উপস্থিত ছিলেন কবি সাহিত্যিক প্রাণনাথ শেঠ, জাতীয় শিক্ষক সুজন কুমার বালা প্রমূখ।
No comments