Haldia's former MP started a new innings at the age of 77 - Lakshman৭৭ বছর বয়সে নতুন ইনিংস শুরু করলে লক্ষ্মণ পূর্ব মেদিনীপুর জেলার অবিভক্ত সুতাহাটা থানার বিধায়ক ও তমলুক লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ লক্ষ্মণ শেঠ দ্বিতীয়বা…
Haldia's former MP started a new innings at the age of 77 - Lakshman
৭৭ বছর বয়সে নতুন ইনিংস শুরু করলে লক্ষ্মণ
পূর্ব মেদিনীপুর জেলার অবিভক্ত সুতাহাটা থানার বিধায়ক ও তমলুক লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ লক্ষ্মণ শেঠ দ্বিতীয়বারে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন।
ফেসবুক হোয়াটসঅ্যাপ সোশ্যাল মিডিয়ায় সারা জেলা জুড়ে চলছিল গুঞ্জন অবশেষে স্বীকার করলেন তিনি দ্বিতীয়বার বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। সিপিআইএম প্রাক্তন বিধায়ক সাংসদ লক্ষ্মণ শেঠ শিল্প শহর হলদিয়ায় শিক্ষার নগরী হিসেবে বিভিন্ন কলেজ স্থাপন করেছেন।
লক্ষ্মণ শেঠ আংটি পরিয়ে দিচ্ছেন মানসী দে কে
ভিডিও দেখতে ক্লিক করুন
https://youtu.be/DM10ybfLMsY
লক্ষ্মণ সেট সিপিআই থেকে বহিষ্কৃত হয়। পরবর্তীকালে তিনি নিজেও একটি দল গঠন করেছিলেন। পরে বিজেপি এবং বর্তমানে তিনি জাতীয় কংগ্রেসের প্রদেশের সহ-সভাপতি রয়েছেন। তিনি মাঝেমধ্যে তৃণমূল কংগ্রেসে যাওয়ার জন্য আগ্রহ প্রকাশ করেছিলেন। কিন্তু তৃণমূল কংগ্রেস না নেওয়াতেই তিনি জাতীয় কংগ্রেসেই থেকে গেলেন এবং প্রদেশ কংগ্রেসের সহসভাপতি নির্বাচিত হয়েছেন। কংগ্রেস দলের যোগদান করার পর প্রদেশ কংগ্রেসের সহ-সভাপতি হওয়ার পরেই পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে বিভিন্ন জায়গায় সাংগঠনিক কাজকর্ম শুরু হয়েছিল। শিল্পশহর হলদিয়ায় জাতীয় কংগ্রেসের অফিস এবং আগামী পৌর এবং পঞ্চায়েত নির্বাচনে সমস্ত জায়গায় যাতে দলীয় প্রার্থীর দেওয়া যায় তার জন্য লক্ষ্মণ শেঠ তার পরিকল্পনার কোথাও জানিয়েছিলেন।
২০১৬ সালের লক্ষ্মণ শেঠের প্রথম স্ত্রী প্রাক্তন বিধায়ক হলদিয়া পৌরসভার চেয়ারপার্সন তমালিকা পন্ডা শেঠ পরলোক গমন করেন।
লক্ষ্মণ শেঠের বর্তমানে দুই পুত্র পুত্রবধূ এবং নাতি-নাতনি রয়েছেন। তিনি ২৪ এ মে কলিকাতা দ্বিতীয় বারের বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। লক্ষ্মণ শেঠের (১১ ই এপ্রিল ১৯৪৬) ৭৭ বছর বয়সে তিনি কলিকাতা ফুলবাগান এলাকার মানসীদে (১৯৮১ সালে জন্ম) নামে মহিলার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন।( মানসী দে কলিকাতার নামি পাঁচতারা হোটেলে কর্মরত) নববধূর আগমনকে কেন্দ্র করে কলিকাতা এবং হলদিয়ায় রিসেপশন হবে বলেও সূত্রের খবর। তবে এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক দল থেকে শুরু করে সাধারণ মানুষের মধ্যে গুঞ্জন শুরু হয়েছে। যিনি শিক্ষার নগরী হিসেবে বহু কলেজ স্থাপন করেছেন। যার আদর্শে অনুপ্রাণিত হয়ে নতুন প্রজন্ম এগিয়ে আসবে। তিনি এই ৭৭ বছর বয়সে বিবাহ করে তিনি কি বার্তা দিতে চাইছেন। প্রত্যেকের মুখে সোশ্যাল মিডিয়ায় এই খবর ছড়িয়ে পড়তেই সকলেই একটি কথা ছিঃ।
No comments