ঢেকুয়াতে কেউটে সাপ উদ্ধারসুতাহাটার ঢেকুয়া অঞ্চলের ইয়ৎপুর গ্ৰামের সংঙ্কর হাজরার মাছ ধরার মুগরী থেকে একটি প্রায় ৬ ফুট তে৺তুলে খরিস (কেউটে) সাপ উদ্ধার হয় । ছিলেন স্নেক ম্যান নকুল চন্দ্র ঘাঁটী ও পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের সভাপতি…
ঢেকুয়াতে কেউটে সাপ উদ্ধার
সুতাহাটার ঢেকুয়া অঞ্চলের ইয়ৎপুর গ্ৰামের সংঙ্কর হাজরার মাছ ধরার মুগরী থেকে একটি প্রায় ৬ ফুট তে৺তুলে খরিস (কেউটে) সাপ উদ্ধার হয় । ছিলেন স্নেক ম্যান নকুল চন্দ্র ঘাঁটী ও পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের সভাপতি প্রভাস সামন্ত ছিলেন পরে বনদপ্তরের সদস্য দয়াল পণ্ডা।৩০ শে মে মঙ্গলবার সন্ধ্যায় বনদপ্তরের হাতে কেউটে সাপটি তুলে দেন পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ সুতাহাটা হলদিয়া বিজ্ঞান কেন্দ্রের কার্যকরী সভাপতি স্নেক ম্যান নকুল চন্দ্র ঘাঁটী ও সম্পাদক মনীন্দ্র নাথ গায়েন। জানালার বিজ্ঞান আন্দোলনের অন্যতম নকুল চন্দ্র ঘাঁটি।
No comments