Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

প্রবীণের বিয়ে -আরিফ ইকবাল খান

প্রবীণের বিয়ে -আরিফ ইকবাল খানইমানুয়েল  কান্টের একটা বিখ্যাত উক্তি ছিল , জগতে দুটি জিনিসের সামনে আমার সশ্রদ্ধবিস্ময়ে মাথা নত হয়ে আসে , একটি হল নক্ষত্রখচিত মহাকাশ ;অন্যটি নিজের ভেতর শুনতে পাওয়া সৎ - অসৎ বিবেকের  অমোঘ কণ্ঠস্বর ।’হটা…

 






প্রবীণের বিয়ে -আরিফ ইকবাল খান

ইমানুয়েল  কান্টের একটা বিখ্যাত উক্তি ছিল , জগতে দুটি জিনিসের সামনে আমার সশ্রদ্ধবিস্ময়ে মাথা নত হয়ে আসে , একটি হল নক্ষত্রখচিত মহাকাশ ;অন্যটি নিজের ভেতর শুনতে পাওয়া সৎ - অসৎ বিবেকের  অমোঘ কণ্ঠস্বর ।’হটাৎ এই কথা কেন মনে হল ? একটু ভেঙে বলি,  এক প্রবীণের বিয়ের সংবাদ আগুনের ফুলকির মত ছড়িয়ে পড়ছে । রঙিন এক ব্যক্তি । নানা সময়ে সংবাদের শিরোনামে থাকতেই পছন্দ করেন। কিন্তু একজন সত্তর পেরিয়ে যাওয়া মানুষ সত্যি কেন আবার বিয়ের পিড়িতে বসবেন ? বসলে কার কি যায় ? উদর মগজে কেন এত হই হল্লা ? এই প্রশ্ন করা দরকার । আমাদের সব অনুভুতির ভেতর  এক অশেষ  বিচিত্রতা  ও বিপন্ন বিস্ময়ের জগত লুকিয়ে আছে, থাকে । বড়ো হতে চায় সব শরীরী মানুষ , কিন্তু বুড়ো হতে চায়না , অথচ বুড়ো না হয়েও বড়ো হওয়া যায়না । এই চিন্তার আলোতে আমাদের  আমাদের দৈহিক অস্তিত্বকে  আকর্ষণীয়  রকমের রহস্যময় করে তোলে । জীবনবোধের গভীরতায়  মানুষের  এই সাড়ে তিন হাত শরীর ও তাঁর নানান  অবধারিত রোগ , শোক, মলিনতা , কদর্যতাও  সুগভীর  নান্দনিক  সম্বিতে – অকস্মাৎ আমাদের চমকে দিতে পারে । সেই চমক রয়েছে এই বিস্ময়কর সংবাদে । সত্যি কি অবাক করার বিষয় । প্রতিভাশালীরা এরকম পাগলামি করেন । আসলে  পুরুষ মানুষের জিনেই রয়েছে এই বহুগামিতা । অনেকেই মনে মনে এমনটা চান । পারেন না কারন বুকের খাঁচা বড় নেই বলে । আর এই খাঁচা আবার অনেক সময় বড় হয় আর্থিক সঙ্গতি থাকলেই । এত কবিতায় এত  যে প্রেম প্রেম করে হেদিয়ে যায় পুরুষ সব কি অপার্থিব ? কিংবা ধরা যাক সব কি মায়া ? দেহকে কখনও  গাছ ,কখনও ময়লা চাদর , কখনো ঘর ,কখনো নৌকা কখনো আজব কল বলা হয়।সেই কলের টের পাওয়া ও অনুভব করা সত্যি কঠিন । একটা বয়সে বিয়ে মানে যুদ্ধ যুদ্ধ বিষয় । কার্তুজ , বন্দুক । অধিকার । একটা বয়সে বিয়ে মানে একাকীত্বের হাত ধরা । সত্যি আমরা কি তল পেতে পারি ?তবে পুরুষ কিন্তু দ্বিতীয় বা তৃতীয় বিয়ে করা পুরুষকে আর কিছু না করে ঈর্ষা করেই । আর এই ঈর্ষা সাড়া শরীরের রোমে রোমে। পায়ের নিচে বাঁ পিঠের বাঁ দিকে চুলকাবার অনুভুতি হচ্ছে ?  


      

No comments