প্রয়াত হলেন বিজেপি নেত্রী কৃষ্ণা সাঁতরার মা
পূর্ব মেদিনীপুর জেলার তমলুক সাংগঠনিক জেলা বিজেপি সদস্য কৃষ্ণা সাঁতরার মাতা দেবী রাঙ্গা রানী সাঁতরা দীর্ঘ ৯২ বৎসর বয়সে রোগভোগের পর প্রয়াত হলেন। তার এই মৃত্যুতে এলাকা শোকের ছায়া নে…
প্রয়াত হলেন বিজেপি নেত্রী কৃষ্ণা সাঁতরার মা
পূর্ব মেদিনীপুর জেলার তমলুক সাংগঠনিক জেলা বিজেপি সদস্য কৃষ্ণা সাঁতরার মাতা দেবী রাঙ্গা রানী সাঁতরা দীর্ঘ ৯২ বৎসর বয়সে রোগভোগের পর প্রয়াত হলেন। তার এই মৃত্যুতে এলাকা শোকের ছায়া নেমে এসেছে। দলীয় কর্মীদের কাছ থেকে শোক বার্তা পেয়েছেন কৃষ্ণা দেবী। রাঙ্গা দেবীর চার পূএ ও চার কন্যা জননী ছিলেন। বর্তমানে তিন কন্যা ও চার পূত্রের জননী ছিলেন। বর্তমানে পূএ কন্যা নাতি নাতনি রেখে গেলেন।
প্রায় ৯২ বছর বয়সে বার্ধক্য জনিত কারণে ২৯ শে মে সোমবার দিন বেলা এগারোটার সময় পরলোক গমন করেছেন। শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বিএমএস রাজ্য সহ-সভাপতি প্রদীপ বিজলী।
No comments