Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

হলদিয়াতে নবমী গঙ্গে কর্মসুচি

হলদিয়াতে নবমী গঙ্গে কর্মসুচি 
হলদিয়া টাউনশীপ কৃষ্ণার্জুন ঘাটে  নবমী গঙ্গে সকাল ৭ টা  হইতে জেলা গঙ্গা কমিটির উদ্যোগে ‘নমমী গঙ্গে' প্রকল্পের অর্ন্তগত ‘মিশন লাইফ ক্যামপেন’ এর বিভিন্ন কার্যক্রম (গঙ্গা ম্যারাথন, যোগা ইত্যাদি) অনু…

 


হলদিয়াতে নবমী গঙ্গে কর্মসুচি 

 


হলদিয়া টাউনশীপ কৃষ্ণার্জুন ঘাটে  নবমী গঙ্গে সকাল ৭ টা  হইতে জেলা গঙ্গা কমিটির উদ্যোগে ‘নমমী গঙ্গে' প্রকল্পের অর্ন্তগত ‘মিশন লাইফ ক্যামপেন’ এর বিভিন্ন কার্যক্রম (গঙ্গা ম্যারাথন, যোগা ইত্যাদি) অনুষ্ঠিত হয় ।

 ক্লিন গঙ্গা সেভ গঙ্গা নদী বাঁচানোর লক্ষ্যে নদীর তীরবর্তী এলাকা গুলি পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য উদ্যোগ নিলেন হলদিয়া উন্নয়ন পর্ষদ কৃষ্ণা অর্জুন ঘাটে। উপস্থিত ছিলেন হলদিয়া উন্নয়ন পর্ষদের সিইও কোয়ান্থাম সুধীর , পূর্ব মেদিনীপুর জেলার অতিরিক্ত জেলাশাসক অর্নিবান কোলে । তমলুকের মহাকুমার শাসক মিঃ মাল, জেলা বনদপ্তরের ডিএফ ও  অনুপম খাঁ  প্রমুখ। পরিবেশ ভারসাম্য রক্ষা  নদী ও নদীর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সব প্রাণী উদ্ভিদে আবাসস্থল বিলুপ্ত হচ্ছে , তাই নিজেকে রক্ষার উদ্দেশ্যেই সচেতনতা শিবির অনুষ্ঠিত হয় ।


No comments