অভিষেকের নিরাপত্তার বেষ্টনীর ফাঁদে পড়ে মৃত্যু হলো এক মহিলার তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নব জোয়ার কর্মসূচির রোড-শো'র কিছুক্ষণ আগে পূর্ব মেদিনীপুরের রামনগর থানার দেপাল বাজার থেকে কাঠপুল বাজার আসার মাইতি হাটের কাছেঅ…
অভিষেকের নিরাপত্তার বেষ্টনীর ফাঁদে পড়ে মৃত্যু হলো এক মহিলার
তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নব জোয়ার কর্মসূচির রোড-শো'র কিছুক্ষণ আগে পূর্ব মেদিনীপুরের রামনগর থানার দেপাল বাজার থেকে কাঠপুল বাজার আসার মাইতি হাটের কাছে
অভিষেকের নিরাপত্তার বেষ্টনীর ফাঁদে পড়ে মৃত্যু হলো এক মহিলার
জানা যায়, মঙ্গলবার বিকেল পাঁচটা নাগাদ কাঁথি থানা অন্তর্গত বাদলপুর থেকে মাইতিহাট যাওয়ার রাস্তায় দুই পাশে অভিষেক বন্দ্যোপাধ্যায় এর নিরাপত্তা নিশ্চিত করার জন্য লাইলনের দড়ি দিয়ে পুরোটাই ব্যারিগেট করা ছিল।
মাইতি হাটের স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দড়িটি যেভাবে ছিল রাস্তা থেকে ২ ফুট থাকার ফলে এক মোটরসাইকেল আরোহী তার স্ত্রীকে নিয়ে বাড়ি ফেরার পথে। ভুলবশত ওই দড়িতে জড়িয়ে পড়ে যায় মাটিতে।
হঠাৎ পেছন থেকে আসা একটি দুরন্ত ট্রেকার সজরে ধাক্কা মারলে বছর ৩৬ এর এক মহিলা তিনি ঘটনার স্থলে প্রাণ হারান। পুলিশ দেহ ময়নাতদন্তের জন্য কাঁথি মহকুমা হাসপাতালে পাঠায়।
তবে অভিষেক বন্দ্যোপাধ্যায় আসার আগে এত পুলিশ! এত আয়োজন তার মাঝেও নিরাপত্তার কারণেই এক নিরীহ মানুষের প্রাণ গেল এর দায় কে নেবে।
No comments