পটাশপুর বাঙ্গুচক মোড়ে এসে পৌঁছালো তৃনমূলের নব জোয়ার যাত্রা
পূর্ব মেদিনীপুর জেলায় পটাশপুর বাঙ্গুচক মোড়ে এসে পৌঁছালো তৃনমূলের নব জোয়ার যাত্রা। রাস্তা দুদিকে দলীয় পতাকা সাজিয়ে এবং ঢাক বাজিয়ে তাকে স্বাগত জানায় জেলা তৃণমূল। জ…
পটাশপুর বাঙ্গুচক মোড়ে এসে পৌঁছালো তৃনমূলের নব জোয়ার যাত্রা
পূর্ব মেদিনীপুর জেলায় পটাশপুর বাঙ্গুচক মোড়ে এসে পৌঁছালো তৃনমূলের নব জোয়ার যাত্রা। রাস্তা দুদিকে দলীয় পতাকা সাজিয়ে এবং ঢাক বাজিয়ে তাকে স্বাগত জানায় জেলা তৃণমূল। জেলা তৃণমূলের নেতৃত্বরা উত্তরীয় এবং পুষ্প স্তবকের মাধ্যমে সম্বর্ধনা জানান অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। এরপরেই পটাশপুরের জনসভায় বক্তব্য রাখেন তৃনমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। বক্তব্য রাখতে গিয়ে শুভেন্দু জেলায় শুভেন্দু কে আক্রমণ করলেন তৃণমূলের সেকেন্ড হ্যান্ড কমান্ড তিনি বলেন “ শুভেন্দু অধিকারী ঘুষক্ষোর। ভারত বর্ষের রাজনীতিতে সবথেকে বড় গদ্দার শুভেন্দু অধিকারী।” সভা শেষে পটাশপুর বাঙ্গুচক মোড় পর্যন্ত পায়ে হেঁটে জন সংযোগ যাত্রা করলেন তিনি।
No comments