Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

রাজ্য সরকারের উন্নয়নের ফলক চুরি

রাজ্য সরকারের উন্নয়নের ফলক চুরি অভিষেক আসার আগেই উধাও রাজ্য সরকারের উন্নয়নের ফলক ।পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি থানার, কাঁথি ১ ব্লকের অন্তর্গত ৬ নম্বর সাবাজপুট গ্রাম পঞ্চায়েতের লচ্ছনপুর গ্রামে উধাও হলো উন্নয়নের ফলক। জানিয়ে রীত…

 


রাজ্য সরকারের উন্নয়নের ফলক চুরি 

অভিষেক আসার আগেই উধাও রাজ্য সরকারের উন্নয়নের ফলক ।পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি থানার, কাঁথি ১ ব্লকের অন্তর্গত ৬ নম্বর সাবাজপুট গ্রাম পঞ্চায়েতের লচ্ছনপুর গ্রামে উধাও হলো উন্নয়নের ফলক। জানিয়ে রীতিমতো শোরগোল গোটা এলাকায়।

  সারা রাজ্য জুড়ে নবজোয়ার কর্মসূচি করছে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। ৩০ শে মে অর্থাৎ আগামীকাল অভিষেক ব্যানার্জি আসছেন পূর্ব মেদিনীপুরে। দিনভর একাধিক কর্মসূচি রয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় আসার আগেই, উধাও হলো রাজ্য সরকারের উন্নয়নের ফলক।

  প্রসঙ্গত বেশ কিছুদিন আগে, সাবাজপুট গ্রাম পঞ্চায়েতের লচ্ছনপুর গ্রামে, গ্রাম সদস্য পার্থপ্রতিম মাঝির বাড়ির সামনে একটি রাস্তার টেন্ডার হয়। অবাক করা বিষয় বিগত দিনে ২০২২-২৩ আর্থিক বর্ষে ওই রাস্তা ফিফটিন ফিন্যান্সের মাধ্যমে নির্মিত হয়। রাস্তার ধারে লাগানো হয় সরকারি ফলক।

   আবারো ওই রাস্তা তৈরির টেন্ডার হলে, বিষয়টি জনসমক্ষে আসে। গ্রামবাসীদের পক্ষ থেকে এই দুর্নীতি তৎপর হয় ওই গ্রামেরই বাসিন্দা পীযূষ গিরি। এরপর তিনি বিষয়টি নিয়ে বিডিও, এসডিও, ডিএম সহ একাধিক দপ্তরে লিখিত অভিযোগ জানান। 

    অভিযোগের কিছুদিন কাটতে না কাটতেই আজ হঠাৎই উধাও হয়ে গেল ওই সরকারি ফলক। দুর্নীতি রুখতেই কি এই ধরনের ফলক চুরি? নাকি এর পেছনে অন্য কোন কারণ রয়েছে। বিষয়টি নিয়ে ক্যামেরার সামনে মুখ খুলেছে ওই গ্রামের বাসিন্দা পিযুষ গিরি।


  পুরো বিষয়টি নিয়ে লচ্ছণপুর গ্রামের গ্রাম সদস্য পার্থপ্রতিম মাঝিকে জিজ্ঞাসা করা হলে, তিনি বলেন 'এ বিষয়ে আমি কিছু জানি না, তাই কিছু বলতে পারব না'। 

   তবে পূর্ব মেদিনীপুর সফরে অভিষেক বন্দ্যোপাধ্যায় আসার আগেই এই ধরনের ঘটনা ঘটায় কটাক্ষ করতে ছাড়েনি বিরোধীরা। বিরোধীদের কথায় শুধু লচ্ছণপুর গ্রাম নয়, সাবাজপুট গ্রাম পঞ্চায়েতের সর্বত্র এই ধরনের চুরি ও দুর্নীতি চলছে।

No comments