Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

হলদিয়া রিফাইনারি গেটে সিআইটিইউ প্রতিষ্ঠা দিবস পালন

হলদিয়া রিফাইনারি গেটে সিআইটিইউ প্রতিষ্ঠা দিবস পালন হলদিয়া থানার অন্তর্গত  হলদিয়া রিফাইনারি গেট সংলগ্ন এরিয়ায়, CITU আই.ও.সি ঠিকা মজদুর ইউনিয়নের পক্ষ সাত দফা দাবি নিয়ে গেট সভা করলেন সি আই টিইউ।  আজ মঙ্গলবার CITU প্রতিষ্ঠা দি…

 


হলদিয়া রিফাইনারি গেটে সিআইটিইউ প্রতিষ্ঠা দিবস পালন

 হলদিয়া থানার অন্তর্গত  হলদিয়া রিফাইনারি গেট সংলগ্ন এরিয়ায়, CITU আই.ও.সি ঠিকা মজদুর ইউনিয়নের পক্ষ সাত দফা দাবি নিয়ে গেট সভা করলেন সি আই টিইউ।  আজ মঙ্গলবার CITU প্রতিষ্ঠা দিবসে নিম্নেলিখিত দাবি সমূহ নিয়ে হলদিয়া রিফাইনারি গেটে সভা সংগঠিত হয়।

 উক্ত কর্মসূচীতে উপস্থিত ছিলেন  অচিন্ত্য শাসমল (CPIM হলদিয়া দক্ষিণ এরিয়া কমিটির সম্পাদক)লক্ষ্মীকান্ত সামন্ত(CITU  হলদিয়া রিজিওনাল কমিটির অন্যতম সদস্য)এছাড়াও উপস্থিত ছিলেন মুকুন্দ জানা,দেবেশ আদক সহ অন্যান্য নেতৃত্ববৃন্দরা, সংগঠনের পক্ষ থেকে দাবি নিয়ে লিফলেট বিতরন ও সংগঠনের তহবিলের জন্য অর্থ সংগ্রহ করা হয়। 

দাবি সমূহ-১) ২০২১ সালের জুলাই মাস থেকে দাবীসনদ গুলি এখুনি নিষ্পত্তি করতে হবে। ২) অবিলম্বে শ্রমিকদের V.D.A. দিতে হবে।৩)সমস্ত কন্ট্রাক্টর শ্রমিকদের ন্যায্য বেতন সহ অন্যান্য সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করা চলবে না। ৪)প্রত্যেক শ্রমিকের সারা মাসের PF ও ESI-র ন্যায্য টাকা সঠিক ভাবে জমা দিতে হবে।৫)স্বচ্ছ ভাবে শ্রমিক নিয়োগ করতে হবে। ৬) বিটুমিন ড্রাম কারখানা অবিলম্বে চালু করতে হবে এবং পুর্নবহাল সহ ১০২ জন শ্রমিকের বকেয়া বেতন মিটিয়ে দিতে হবে। ৭)কারখানার সুরক্ষা বিধি উপেক্ষা করে ঠিকা শ্রমিকদের বিপদের মুখে ঠেলে দেওয়া যাবে না।


No comments