Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

তমলুকের প্রাক্তন সাংসদ বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন ?

তমলুকের প্রাক্তন সাংসদ বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন ?জীবনের শুরু থেকেই কমিউনিস্ট আন্দোলনে মতাদর্শে বিশ্বাস করতেন।  জীবন যাপন করতেন মার্কস লেলিন স্তালিনের জীবনী নিয়ে দলীয় কর্মীদের শিক্ষা দিতেন। ক্রীড়া সংস্কৃতি এক নজরে রাজ্যে সকলেই চ…

 




তমলুকের প্রাক্তন সাংসদ বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন ?

জীবনের শুরু থেকেই কমিউনিস্ট আন্দোলনে মতাদর্শে বিশ্বাস করতেন।  জীবন যাপন করতেন মার্কস লেলিন স্তালিনের জীবনী নিয়ে দলীয় কর্মীদের শিক্ষা দিতেন। ক্রীড়া সংস্কৃতি এক নজরে রাজ্যে সকলেই চিনতেন।

নন্দীগ্রাম কাণ্ডে যাকে এক নজরে সারা ভারতবর্ষের মানুষ চিনেন দাপুুটি সাংসদ যার জন্যই দীর্ঘ ৩৪ বছরের রাজ্যের ক্ষমতায় থাকা দল পরাস্ত হয়েছিলেন। বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক দল গঠন করেছেন এবং বিভিন্ন দলে যোগদান করেছেন। হলদিয়া শিক্ষা নগরী হিসেবে বহু শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করেছেন, বর্তমান জাতীয় দলে যোগদান করে রাজ্য স্তরে সহ সভাপতি হয়েছেন। গত ২৯ শে মে স্ত্রীর মৃত্যুবার্ষিকী অন্যান্য বছর ধুমধাম করে পালন করতেন এ বছর তা হলো না। 

দলীয় কর্মীদের সূত্রে জানা যায় দলীয় অফিস কলিকাতার ফুল বাগানের এক মহিলার সঙ্গে দ্বিতীয় বারে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। তার জন্যই কি প্রথমবারের স্ত্রীর মৃত্যুবার্ষিকী পালন করলেন না?

সূত্রের খবর গত ২৪শে মে রেজিস্ট্রি ম্যারেজ করেছেন তমলুকের প্রাক্তন সাংসদ যার জন্ম ১১ই এপ্রিল ১৯৪৬ প্রায় ৭৭ বছর বয়সে দ্বিতীয় বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন? কলিকাতার ফুল বাগানের (মানসী দে) সাথে।  সূত্রের খবর ১৯৮১ সালে মানসী দের জন্ম । দীর্ঘদিন দলীয় কর্মী হিসেবে পরিচিত ।তমলুকের প্রভাবশালী প্রাক্তন সাংসদ। আগামী ২৪ শে জুন নববধূর আগমনের জন্য দলীয় স্তরে তার অনুগামীদের নিয়ে চলছে জোর জল্পনা।

No comments