হলদিয়া -হাওড়া লোকাল ট্রেনের ধাক্কায় শ্রমিক মৃত ১হলদিয়া শিল্পাসহ থেকে হাওড়া গামী ট্রেনের ধাক্কায় মৃত একজন। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া বন্দর স্টেশন এর পরেই হলদিয়া থানার সামনে। ট্রেনের রাস্তা পারাপার হওয়ার …
হলদিয়া -হাওড়া লোকাল ট্রেনের ধাক্কায় শ্রমিক মৃত ১
হলদিয়া শিল্পাসহ থেকে হাওড়া গামী ট্রেনের ধাক্কায় মৃত একজন। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া বন্দর স্টেশন এর পরেই হলদিয়া থানার সামনে। ট্রেনের রাস্তা পারাপার হওয়ার সময় হঠাৎ ট্রেন এসে যায়। ট্রেনের ধাক্কায় মৃত জগন্নাথ মাইতি বয়স (৩৩) ।এলাকার মানুষ ছুটে আছে এবং রেল পুলিশ ছুটে এসে ওই ব্যক্তিকে তুলে নিয়ে যায় ময়নাতদন্তের জন্য হলদিয়া মহকুমা হাসপাতালে ।
No comments