Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

হলদিয়ার ডি এ ভি পাবলিক স্কুল জেলায় অনন্য নজির সৃষ্টি করল

হলদিয়ার ডি এ ভি পাবলিক স্কুল জেলায় অনন্য নজির সৃষ্টি করেছে জেলার  অন্যতম বৃহৎ শিক্ষা প্রতিষ্ঠান হল হলদিয়ার ডি এ ভি পাবলিক স্কুল। ইতিমধ্যে ২০২৩ সালের মাধ্যমিক পরীক্ষার ফল (সি বি এস ই )প্রকাশিত হয়েছে। ফলাফলের নিরিখে ডি এ ভি পাব…

 



হলদিয়ার ডি এ ভি পাবলিক স্কুল জেলায় অনন্য নজির সৃষ্টি করেছে 

জেলার  অন্যতম বৃহৎ শিক্ষা প্রতিষ্ঠান হল হলদিয়ার ডি এ ভি পাবলিক স্কুল। ইতিমধ্যে ২০২৩ সালের মাধ্যমিক পরীক্ষার ফল (সি বি এস ই )প্রকাশিত হয়েছে। ফলাফলের নিরিখে ডি এ ভি পাবলিক স্কুল জেলায় অনন্য নজির স্থাপন করেছে। ৮৩ জন ছাত্র ছাত্রী ৯০ শতাংশ বা তার বেশী নম্বর পেয়েছে ।এই স্কুলের ছাত্র


 সাহান মাইতি সর্বোচ্চ ৪৯৩ নম্বর (৯৮.৬ %)  পেয়ে বিদ্যালয়ে প্রথম স্থান অধিকার করেছে। দ্বিতীয় স্থান লাভ করেছে


অর্কজ্যোতি বেরা।    তার প্রাপ্ত নম্বর ৪৯১(৯৮.২ %)।    এবং  তৃতীয় স্থানে রয়েছে দুজন।

আমন রহমান মন্ডল ও অম্লান মন্ডল।তারা পেয়েছে ৪৮৮ নম্বর (৯৭.৬ %)।

এছাড়া বিজ্ঞান, ইংরেজি,গনিত,সমাজ বিজ্ঞান বিষয়ে একাধিক পরীক্ষার্থী ১০০ নম্বরের মধ্যে ১০০ নম্বর পেয়েছে।

এই ফলাফলে বিদ্যালয়ের প্রিন্সিপাল এন পি দত্ত এবং সকল শিক্ষক, শিক্ষিকারা ভীষণ খুশি হয়েছেন। প্রিন্সিপাল সকল ছাত্রছাত্রী, অভিভাবক, শিক্ষক শিক্ষিকাদের ধন্যবাদ জ্ঞাপন করে বলেছেন - এই সাফল্য এসেছে সকলের কঠোর পরিশ্রমের ফলে।

No comments